• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

ইভিএমে ভোট দেবেন ২১ লাখ ভোটার

বরগুনার আলো

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

একাদশ সংসদ নির্বাচনে ছয়টি আসনে সোয়া ২১ লাখ ভোটার ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ যন্ত্র নিয়ে আধিকাংশ দল বিরোধিতা করলেও শেষ পর্যন্ত ভোটে ইভিএম রাখল নির্বাচন কমিশন (ইসি)।

সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনে ৬টি আসনের ৯০০টি কেন্দ্রের প্রায় ৪২৬৭টি ভোটকক্ষে ইভিএমে ভোট হবে। প্রথমে ইসির পছন্দের তালিকায় ছিল ৪৮টি আসন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭টি আসন, দক্ষিণ ৭টি আসন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩টি আসন এবং অন্য সিটি করপোরেশন এলাকার ১০টি আসন এবং জেলা পর্য্যায়ের সদর উপজেলার ২১টি আসন ছিল ।এখান থেকে ৬টি আসন ‘লটারিতে’ নির্ধারণ করে বাছাই করা হয়।

এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ১টি, দক্ষিণ সিটির ১টি, চট্টগ্রাম সিটির ১টি, অন্য সিটির ২টি এবং সদর উপজেলা থেকে ১টি আসন রয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, দেশের ৩০০ আসনের মধ্যে সীমিত পরিসরে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় কমিশন। এরমধ্যে মাত্র ৬টি আসন খুবই নগন্য। পরীক্ষামূলকভাবে ইভিএম শহরাঞ্চলে ব্যবহার করা হবে। ইসির সিনিয়র মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন দ্বৈচয়ন পদ্ধতির আদ্যোপান্ত তুলে ধরেন। কম্পিউটার প্রেগামের মাধ্যমে এ কর্মকর্তাই ৬টি আসন বাছাই করেন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ইভিএম এই ছয়টি আসনে দেয়ার মতো আমাদের সকল প্রস্তুতি আছে । আগামী ৩০ তারিখের মধ্য আমাদের চাহিদা অনুয়ায়ি সকল ইভিএম আমরা পেয়ে যাবো। আমাদের বেজমেন্টে ( ইসি ভবন) বসে প্রস্তুতি নেয়া হবে। সকল ধরনের ঢাটাবেজ ইমপুট করা হবে। সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্মকর্তারা যারা আছে আমাদের যারা টেকনিক্যাল পারসান আছে এইক সঙ্গে যারা নির্বাচন কর্মরতা আছে সকলে মিলেই এ কাজটা করবে। এইয় সঙ্গে আমরা কনসার্ন যেখানে ইভিএম ব্যবহার করা হবে ওই এলাকায় পোলিং অফিসারদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। ইতোমধ্যেই জেলা উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাকে ইভিএম সংক্রান্ত আমরা প্রশিক্ষণ শেষ করেছি।

ইসি কর্মকর্তরা জানান, সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের ১% সমর্থন তালিকার মধ্যে যে পদ্ধতিতে (রেনডম বেসিস) স্বাক্ষর যাচাই-বাছাই করা হয়; একই পদ্ধতিতেই ইভিএমের কেন্দ্র বাছাই করা হয়েছে। এবার সাড়ে ৪ হাজারের মতো ইভিএমের প্রয়োজন পড়তে পারে।

ইতোমধ্যে কমিশন জানিয়েছে, আসন প্রতি ১৫০ কেন্দ্র বিবেচনায় ৬টি আসনে ৯০০টি কেন্দ্র ইভিএম হতে পারে। ভোটের অন্তত ২৫ দিন আগে এসব কেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করার কথা রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, প্রতিটিকেন্দ্রে গড়ে ৫টি ভোটকক্ষ থাকে। ইভিএমের জন্য ৪০০-৫০০ ভোটারের জন্য প্রতি ভোটকক্ষে একটি ইভিএম রাখা হবে।

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, ইভিএমর প্রতিটি ভোট কক্ষে একটি করে ইভিএম থাকবে; কোনো ধরনের ত্রুটি দেখা গেলে ‘স্ট্যান্ডবাই’ থাকবে তিনটি করে ইভিএম। ভোটের জন্য কমপক্ষে সাড়ে চার হাজার ইভিএম লাগবে। এর দ্বিগুণের বেশি প্রস্তুতি রাখা হবে জরুরি প্রয়োজনে।

একাদশ সংসদ নির্বাচন: ৯০০টি কেন্দ্রে প্রায় ৪২৬৭টি ভোট কক্ষ। আসন গুলো হচ্ছে, রংপুর-৩ ভোটকেন্দ্র ১৩০, ভোটকক্ষ ৯১০; খুলনা-২ ভোটকেন্দ্র ১৫৭, ভোটকক্ষ ৬৮২; সাতক্ষীরা-২ ভোটকেন্দ্র ১৩৭, ভোটকক্ষ ৬৯৮; চট্টগ্রাম-৯ ভোটকেন্দ্র ১৪৪, ভোটকক্ষ ৭৪৩; ঢাকা-৬ ভোটকেন্দ্র ৯৮, ভোটকক্ষ ৫৩৩; এবং ঢাকা-১৩ ভোটকেন্দ্র ১৩৪, ভোটকক্ষ ৭০১।

ইভিএমের আসনে বর্তমান সাংসদ আ'লীগ ৩, জাপা ৩ । ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৬ আসনে জাপার কাজী ফিরোজ রশীদ, রংপুর-৩ আসনে জাপার রওশন এরশাদ, চট্টগ্রাম-৯ আসনে জাতীয় পার্টির জিয়াউদ্দন আহমেদ বাবলু, সাতক্ষীরা-২ মীর মোস্তাক আহমেদ রবি, খুলনা-২ আসনে আওয়ামী লীগের মিজানুর রহমান।

বরগুনার আলো