• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বিএনপি জল খেলো, তবে ঘোলা করে : তথ্যমন্ত্রী

বরগুনার আলো

প্রকাশিত: ১ মে ২০১৯  

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি শেষ পর্যন্ত শপথ নিলো। এ হলো সেই জলই খাওয়া, কিন্তু ঘোলা করে। তবে আমি তাদের এ শপথ নেওয়াকে অভিনন্দন জানাই।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী হলে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘তারুণ্য কথা’ আয়োজিত বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘আছো সত্তায়, আছো চেতনায়’ শীর্ষক ১০০ টি চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন।

তারুণ্য কথা’র আহ্বায়ক মো. আতিকুর রহমান দীপু’র সভাপতিত্বে অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও অধ্যাপক জামাল আহমেদ তাদের চিত্রকর্মের মাধ্যমে প্রদর্শনী উদ্বোধন করেন ও আওয়ামী লীগের প্রচার উপকমিটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন বক্তব্য রাখেন।

শপথ নেওয়া নিয়ে বিএনপির দু’ধরনের বক্তব্যের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গতকাল সকালেও রিজভী সাহেব বলেছেন, সরকার শপথ নেওয়ার জন্য বিএনপির ওপর চাপ দিচ্ছে, আর শপথ নেওয়ার পর ফখরুল সাহেব বললেন, সরকারের কোনো চাপে নয়, তারেক রহমানের নির্দেশেই শপথ নেওয়া হয়েছে। এতে প্রমাণ হয় যে, তারা সময়ে সময়ে বেঠিক কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমরা একটি তর্কভিত্তিক বহুমাত্রিক সমাজ গড়তে চাই। বিএনপি যেমন এখন সকাল-বিকেল দু’বেলা সরকারের বিরুদ্ধে বাইরে কথা বলছেন, এখন তারা সংসদে বলতে পারবে। আমরা মনে করি, সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেওয়া বিরোধী দলগুলোর কাজ। কারণ গঠনমূলক সমালোচনা কাজকে শাণিত করে।

বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যোগদানের সময়বৃদ্ধি প্রার্থনা করেছেন কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সেটি আলমগীর সাহেবই বলবেন।

ড. হাছান মাহমুদ এ সময় বঙ্গবন্ধুর ওপর চিত্রকর্ম প্রদর্শনী আয়োজনের উদ্যোগের প্রশংসা করে বলেন, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ গড়ার পাশাপাশি মানুষের আত্মিক ও চেতনাগত উন্নয়নের মধ্য দিয়ে উন্নত জাতি গঠন আবশ্যক। আর এজন্য শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চাকে নিয়ে যেতে হবে মানুষের কাছে, সবখানে। সভাশেষে প্রদর্শনী ঘুরে দেখেন তথ্যমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী।

বরগুনার আলো