• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

যেভাবে মানুষ হয়ে উঠবে রোবটরা!

বরগুনার আলো

প্রকাশিত: ১২ জুন ২০২২  

বায়ো-হাইব্রিড নামক একটি বিশেষ পদ্ধতিতে রোবটরা মানুষে পরিণত হতে চলেছে। এই পদ্ধতির মাধ্যমে রোবটদের ত্বক হবে হুবহু মানুষের শরীরের ত্বকের জীবন্ত টিস্যুর মতো। সম্প্রতি এমনটাই দাবি করেছে, টোকিও ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স ইনস্টিটিউটের গবেষকরা। খবর সিএনএন।

প্রযুক্তির দিক থেকে বরাবরই বেশ এগিয়ে জাপানি বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় এবার তারা আবিষ্কার করেছে এমন এক প্রযুক্তিকে যার মাধ্যমে রোবটের দেহে গজিয়ে উঠবে মানুষের মতো জীবন্ত টিস্যু।

গবেষণাটি স্বল্প পরিসরে করতে প্রথমে গবেষণা দলের প্রধান টোকিও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড বায়োফাংশনাল সিস্টেম বিভাগের অধ্যাপক শোজি তাকুচির দলটি একটি রোবোটিক আঙুল বেছে নেন। যেটি কিনা মানুষের অঙ্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই রোবটের জন্য ত্বক তৈরি করার ক্ষেত্রে মানুষের ত্বকের গঠন শৈলীকে অনুকরণ করা হয়েছে। যেখানে প্রাধান্য পেয়েছে মানুষের জীবন্ত টিস্যু।

এই টিস্যু তৈরি করতে ব্যবহার করা হয়েছে এক ধরনের হালকা কোলাজেন ম্যাট্রিক্স, যার নাম হাইড্রোজেল। এই উপাদানটির ভেতর ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইট নামের দুটি কোষের বিস্তার ঘটানো হয়। উল্লেখ্য, এই উপাদান দুটিই মানুষের ত্বক গঠন করে।

রোবট ত্বকের বাইরের আবরণ তৈরি করতে তাকুচি ও তার দল মানুষের এপিডার্মাল কেরাটিনোসাইট প্রয়োগ করেন। কেরাটিনোসাইট হল এক ধরনের কোষণ, যা, ত্বকের বাইরের উপরিভাগের স্তর গঠনে প্রধান ভূমিকা রাখে।

ট্রায়ালে তৈরিকৃত সেই রোবটিক আঙুল মানুষের আঙুলের মতোই বিভিন্নভাবে ঘুরতে সমর্থ হয়। আঙুলের ক্ষত সারাতে কোলাজেন ব্যান্ডেজ প্রয়োগে প্রোটিন ত্বক প্রাকৃতিকভাবেই মেরামতের পর রোবট আঙুলকে স্বাধীনভাবে নড়াচড়া করতে দেখা যায়। এই পরীক্ষায়  বিজ্ঞানীরা জল-প্রতিরোধী মানবসদৃশ ত্বক তৈরিতেও সাফল্যের মুখ দেখে।

গবেষণা দলের প্রধান টোকিও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড বায়োফাংশনাল সিস্টেম বিভাগের অধ্যাপক শোজি তাকুচির দাবি, যেহেতু এই ধরনের টিস্যু অবিকল মানুষের মতো, তাই চিকিৎসাশাস্ত্রে এই ধরনের রোবট যুগান্তকারী হয়ে উঠতে পারে। ভবিষ্যতে এই ধরনের টিস্যু ব্যবহার করে বিভিন্ন ধরনের কৃত্রিম অঙ্গ ও ত্বকও গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে তাদের।

হিউম্যানয়েড এসব রোবট সম্পর্কে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক পুলকিত আগারওয়াল বলেন, একটি রোবটকে যদি ধাতু দিয়ে তৈরি করা হয়, তাহলে একটি মগ কিংবা এ ধরনের শক্ত বস্তু তোলার ক্ষেত্রে এটি যথাযথ হবে না। এক্ষেত্রে রোবটের মানুষের মতো ত্বকের প্রয়োজন। তাই আবিষ্কারটি বেশ গুরুত্বপূর্ণ।

মানুষের শরীর একটি জীবন্ত প্রক্রিয়া, যা ক্রমাগত পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখতে হয়। কিন্তু আবিষ্কৃত এই প্রযুক্তিতে রোবট ত্বকের  নিজে নিজে কাজ করার সক্ষমতা নেই। যার ফলে এই টিস্যু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

কিন্তু এই সমস্যাকে কোনো সমস্যা বলে মনে করছেন না গবেষণার প্রধান তাকুচি। কারণ এ সমস্যা সমাধানে তিনি রোবট ত্বকে ভাস্কুলার সিস্টেম প্রয়োগ করতে যাচ্ছেন।

মানুষের কোষে রক্ত ​​সঞ্চালিত হয়ে পুষ্টি সরবরাহ হয়। এর মাধ্যমে ত্বক সজীব থাকে। এ ছাড়া থাকে লোমকূপ, নখ ও ঘাম গ্রন্থি। এ সব বৈশিষ্ট্যই ভাস্কুলার সিস্টেম প্রয়োগ করে উদ্ভাবিত কোষের উন্নতি করার চেষ্টা করা হচ্ছে।

গবেষণাটি শতভাগ সাফল্য পেলে ভবিষ্যতে মানুষ আর রোবটের মধ্যে পার্থক্য করাটা বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির এমন উন্নয়ন দেখার জন্য তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

বরগুনার আলো