• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে অবশ্যই সাকিব অধিনায়ক, তবে...

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তবে ফেরার পর তার ফিটনেস এবং ফর্ম ঠিক থাকতে হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, সাকিব আবার ফিরে আসে, আগের ফর্মে থাকে, যে সাকিব ছিল তাই থাকে, তাহলে অবশ্যই সেই প্রথম পছন্দ। ও তো অধিনায়ক ছিলই।

এক বছরের লম্বা নিষেধাজ্ঞা পার করছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এদিকে তাকে ছাড়া দলটাও ভারসাম্যহীন হয়ে পড়েছে। অন্তত সাম্প্রতিক পারফরম্যান্স সেটাই বলছে। অপরদিকে জাতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা ক্যারিয়ারের শেষ সময়ে এসে দাঁড়িয়েছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফী দলকে নেতৃত্ব দিলেও এক মাসের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। আর মাশরাফী অবসর না নিলে তাকে দলে থাকতে হবে ফিটনেস টেস্ট এবং পরফরম্যান্স প্রমাণ করে। অর্থাৎ, আর দলের অটো চয়েস থাকছেন না মাশরাফী। 

মাশরাফির পর দলকে নেতৃত্ব দেবেন কে? এমন প্রশ্ন এখন ক্রিকেট প্রেমীদের মনে।

দলের নেতৃত্ব নিয়ে বিসিবিও যে চিন্তায় আছে সেটা বুঝায় যাচ্ছে। আসলে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে চায় বোর্ড। কিন্তু এক মাসের মধ্যেই তো আর সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না। আর তাই নেতৃত্বে আসতে পারে নতুন কেউ। তবে যেই আসুন না কেনো তিনি হতে পারেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক। কারণ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসানই। বিসিবি সভাপতি এমনই জানালেন।

তিনি জানান, ২০২৩ সালে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর পুরনো ছন্দে থাকবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

পাপন বলেন, পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে অবশ্যই সাকিব অধিনায়ক। ও যদি আবার ফিরে আসে, আগের ফর্মে থাকে, যে সাকিব ছিল তাই থাকে, তাহলে অবশ্যই সেই প্রথম পছন্দ। ও তো অধিনায়ক ছিলই।

তবে এ বছরের অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া হবে না সাকিবের। কারণ বিশ্বকাপ চলাকালে শেষ হবে তার নিষেধাজ্ঞা।

পাপন বলেন, সাকিব কবে ফিরবে সেটা হল কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের মধ্যে তো সে আসতে পারছে না। মূল পর্বে গেলেও একটা ম্যাচে সে থাকবে না। তিনটা ম্যাচে সে থাকতে পারছে না। ঐ তিন ম্যাচে তো আমাদের একজন অধিনায়ক থাকবে। ম্যাচ প্র্যাকটিস ছাড়া সাকিব হঠাৎ এসে ঢুকতে পারবে কি না- এটাও তো ওর সাথে আলোচনা করে নিতে হবে।

বরগুনার আলো