• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

মেসি জানিয়ে দিয়েছেন, তিনি বার্সেলোনা ছাড়তে চান!

বরগুনার আলো

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০  

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চান! শুনতেই গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠবে অনেকের। যারা বার্সেলোনার সমর্থক নন, তাদের জন্যও কথাটা হজম করা কঠিন। সত্যিই তাই। যিনি তার পায়ের জাদুতে হয়ে উঠেছেন বার্সেলোনার প্রতীক, ‘মিস্টার বার্সেলোনা’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে, সেই মেসিই কিনা বার্সেলোনা ছাড়ার অনুরোধ করেছেন! ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন দিয়েছে বোমা ফাটানো খবরটি।

শুধু ইএসপিএন নয়, ইউরোপ ও বিশ্বের বড় বড় সংবাদমাধ্যমও জানাচ্ছে একই খবর। বার্সেলোনায় পালাবদলের যে ‘জয়গান’ গাওয়া হচ্ছে, সেখানে নিজেকে রাখতে চাইছেন না ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। প্রাণের ক্লাবে বড্ড হাঁফিয়ে উঠেছেন আর্জেন্টাইন অধিনায়ক। গ্রাস করা হতাশায় নতুন চ্যালেঞ্জেলের খোঁজে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত তার। কাতালান ক্লাবটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএনকে।

মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন নতুন নয়। অনেক বছর ধরেই তার ইউরোপের বিভিন্ন ক্লাবে যাওয়ার গুজব ছড়িয়েছে। তবে এবারের বিষয়টি একেবারে ভিন্ন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের হারের পর ন্যু ক্যাম্পের বাতাস ভারী হয়ে উঠেছে তার কাছে। আগে থেকেই ছিল বিভিন্ন ঝামেলা। বিশেষ করে, বর্তমান বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব তার বার্সেলোনা ছাড়ার ভাবনায় প্রভাবক হিসেবে কাজ করতে পারে।

শোনা যাচ্ছে, নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় নেই লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারকে নাকি ন্যু ক্যাম্প ছাড়ার পথ দেখানো হয়েছে। বার্সেলোনার অল্পবিস্তরও যারা খোঁজখবর রাখেন, তাদের অজানা থাকার কথা নয় সুয়ারেজের সঙ্গে মেসির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কতটা মধুর। তার ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তে সুয়ারেজের বিষয়টিও রাখতে রাখতে পারে বড় ভূমিকা।

২০০৭ সালের পর প্রথমবার ট্রফিহীন মৌসুম কেটেছে বার্সেলোনার। অর্থাৎ, মেসির মেসি হয়ে ওঠার পর এমন দৃশ্য কখনও দেখতে হয়নি তাকে। ব্যর্থতায় এক বছরের ব্যবধানে তিনবার কোচ বদলের দৃশ্যটাও তার অচেনা। জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব গত দুই মৌসুম ধরেই চলে আসছে। এই সবকিছু বিবেচনা নিয়েই হয়তো শৈশবের ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত মেসির।

২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি মেসির। এবারের দফায় তিন বছরের চুক্তি করার সময় একটি শর্ত রেখেছিলেন। চাইলে প্রত্যেক মৌসুম শেষে ফ্রি টান্সফারে তিনি ন্যু ক্যাম্প ছাড়তে পারবেন। এবারের মৌসুমে সেই সময় শেষ হয়েছে গত ১ জুন। এখন ওই ধারা কার্যকর না হলেও মেসি ক্লাবের কাছে অনুরোধ করেছেন তাকে ছেড়ে দেওয়ার।

ইএসপিএনের খবর, মেসি বুরোফাক্সের মাধ্যমে তার সিদ্ধান্ত জানিয়েছেন বার্সেলোনা কর্তৃপক্ষকে। বুরোফক্স হলো স্পেনের জরুরি নথি পাঠানোর একটি মাধ্যম। এই সংবাদমাধ্যম ছাড়াও স্পেনের মার্কা, এএস, স্পোর্ত এবং আর্জেন্টিনার ওলে ও টিওয়াইসি স্পোর্টস একই খবর ছেপেছে।

৩৩ বছর বয়সী তারকার ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে তার একসময়কার বার্সা সতীর্থ কার্লেস পুয়োলের টুইটে। সাবেক বার্সেলোনা অধিনায়কের টুইট, ‘সম্মান ও ভালোবাসা। লিও পূর্ণ সমর্থন আছে বন্ধু।’ পুয়োলের টুইটে সমর্থন জানিয়েছেন সুয়ারেজ ইমোজি ব্যবহার করে।

বরগুনার আলো