• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে

বরিশাল বোর্ডে এসএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী ২১ শতাংশ

বরগুনার আলো

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  


এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে বরিশাল বোর্ডে। তবে শুধু নিয়মিত পরীক্ষার্থীই নয়, বেড়েছে অনিয়মিত সংখ্যাও। যা গতবছরের তুলনায় প্রায় তিন হাজার বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর এসএসসি দেওয়ার কথা। যা গত বছরের চেয়ে পাঁচ হাজার ৫০৮ জন বেশি। বোর্ডটিতে গতবছর পরীক্ষার্থী ছিল এক লাখ ৭ হাজার ৫৭৫ জন।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ। এছাড়া গত বছরের চেয়ে এবার দুই হাজার ৭৯৭ জন অনিয়মিত পরীক্ষার্থী বেশি। গত বছর অনিয়মিত পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৬১২ জন।

এছাড়া এবার জিপিএ মানোন্নয়নের জন্য পরীক্ষা দেবে ১২২ জন। যা গতবছরের হিসেবে ২২ জন কম। গত বছর জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছিল ১৪৪ জন।

পাশাপাশি এবার বরিশাল বোর্ডে কেন্দ্র সংখ্যাও বেড়েছে। গতবার ছিল ১৭৬টি কেন্দ্র। এবার ১৭৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হবে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বরিশালটাইমসকে জানান, বরাবরের মতো এবারও বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ জেলার ৩৭ হাজার ৮১৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন এবং ১৯ হাজার ৭০৪ জন ছাত্রী।

২০২০ সালের এসএসসিতে বোর্ডের মধ্যে সবচেয়ে কম পরীক্ষার্থী ঝালকাঠির। এ জেলার এসএসসি পরীক্ষা দেবে ১০ হাজার ৫৮১ শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র চার হাজার ৮৮৫ জন এবং পাঁচ হাজার ৬৯৬ জন ছাত্রী।

তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় বরগুনা ও বরিশালের দুটি কেন্দ্রে বৃদ্ধি পেয়েছে পরীক্ষার্থী। এরমধ্যে একটি বরগুনার আয়লা মাধ্যমিক বিদ্যালয়। অপরটি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

তিনি এও বলেন, পরীক্ষা নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এরইমধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের কন্ট্রোল রুমের মোবাইল নম্বরগুলো হলো-০১৭১২১৭৪৬৬৯, ০১৭১২১৩৫৩৫৯, ০১৭১১৪৭২৮৯৫। এছাড়া টেলিফোন নম্বর ০৪৩১৬৪০৮৫, ০৪৩১৬৫১৮২, ফ্যাক্স নম্বর ০৪৩১৬৫১৮২, ই-মেইল [email protected]

আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার একযোগে সারাদেশে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।

বরগুনার আলো