• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

রোহিঙ্গা ভোটার: ইসি কর্মচারীসহ আটক ৩

বরগুনার আলো

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতা করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মচারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে একজন হচ্ছেন- ইসির অফিস সহায়ক জয়নাল আবেদীন। তিনি জেলা নির্বাচন কার্যালয়ে ডবলমুরিং থানা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ইসির কর্মকর্তা-কর্মচারী নন বলে জানা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল থেকে ওই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে রাতে তাকেসহ আরও দুইজনকে আটক করা হয়।

গত দুই দিন ধরে আটকদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

তিনি বলেন, তিনজনকে আটক করা হয়েছে। পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

জালিয়াতির মাধ্যমে লাকী নাম দিয়ে রমজান বিবি নামে এক রোহিঙ্গা নারী হাটহাজারীর বাসিন্দা উল্লেখ করে এনআইডি করিয়ে নেয়। পরবর্তীতে স্মার্ট কার্ড উত্তোলনের জন্য ওই রোহিঙ্গা নারী ১৮ আগস্ট জেলা নির্বাচন অফিসে যান। সন্দেহ হলে ইসির কর্মকর্তারা হাটহাজারী নির্বাচন কার্যালয় এ বিষয়ে খোঁজখবর নিলে জানা যায়, লাকী নামে কোনো ভোটারের নথি তাদের অফিসে নেই। তবে তার তথ্য সার্ভারে ছিল।

এরপর রমজান বিবিকে পুলিশে সোপর্দ করা হয়। হাটহাজারী থানা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। এরপর ইসিসহ সরকারি একাধিক সংস্থা রোহিঙ্গারা কীভাবে ভোটার হচ্ছেন সেটি অনুসন্ধানে মাঠে নামে।

বরগুনার আলো