• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

সুমি’র দেশে ফেরার ‘ফাইনাল এক্সিট’ দিয়েছে সৌদি শ্রম আদালত

বরগুনার আলো

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী সুমি আক্তারকে (২৬) দেশে ফেরার ‘ফাইনাল এক্সিট’ দিয়েছে সৌদি আরবের শ্রম আদালত। ফলে দেশে ফিরতে আইনি আর কোনো বাধা রইলো না সুমির। আগামী সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১০ নভেম্বর) নাজরান শহরের শ্রম আদালতে এ বিষয়ক এক শুনানি অনুষ্ঠিত হয়। সুমি আক্তার, সৌদিতে তার নিয়োগকর্তা (কফিল) ও কনস্যুলেট প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

শুনানিতে কনস্যুলেট’র আবেদনের পরিপ্রেক্ষিতে সুমিকে ‘ফাইনাল এক্সিট’ দেওয়ার দাবি মঞ্জুর করেন শ্রম আদালত। একই সঙ্গে আদালত সুমির নিয়োগবাবদ তার নিয়োগকর্তার দাবি করা ২২ হাজার সৌদি রিয়েল পরিশোধের আবেদন নামঞ্জুর করেন।

এর আগে সুমির নিয়োগকর্তা অর্থের বিনিময়ে তাকে ‘কিনে’ নেওয়ার দাবি জানান, এবং সৌদি আরব থেকে তার বের হওয়ার অনুমতি (এক্সিট) দিতে ২২ হাজার রিয়াল ক্ষতিপূরণ দাবি করেন। এতে করে সুমির দেশে ফেরা নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়। কিন্তু এবারে তা কেটে গেল।

সংশ্লিষ্ঠরা জানান, সম্প্রতি নির্যাতনের শিকার সুমির ভিডিও বার্তা ভাইরাল হলে দূতাবাসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সৌদি পুলিশ। পরে জেদ্দার বাংলাদেশ দূতাবাস সৌদি শ্রম আদালতে এ বিষয়ক একটি শুনানির আয়োজন করে।

সুমির দেশে ফেরার আইনি জটিলতা কেটে যাওয়ায় একটি চিঠি ইস্যু করেছেন জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন। ওই চিঠিতে বলা হয়েছে, শ্রম আদালতের নির্দেশের পর তাৎক্ষণিকভাবে সুমি আক্তারকে ‘ফাইনাল এক্সিট’ দেন তার বর্তমান নিয়োগকর্তা। এর পরিপ্রেক্ষিতে ‘ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড’র অর্থায়নে জেদ্দা কনস্যুলেটের প্রচেষ্টায় শিগগিরই সুমিকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক জাহিদ আনোয়ার বলেন, কনস্যুলেটের অনুরোধে সৌদি আরবের শ্রম আদালতের নির্দেশেই সুমির মালিক (কফিল) ফাইনাল এক্সিট দিয়েছে। তার পাসপোর্টও দিয়ে দেয়া হয়েছে। কনস্যুলেটের কর্মকর্তারা টিকেটের খোঁজ নিচ্ছেন। টিকেট পাওয়া মাত্রই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

বরগুনার আলো