• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

এবার মোবাইল ব্যাংকিংয়ে দেওয়া যাবে আয়কর

বরগুনার আলো

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

 

সারা দেশে সপ্তাহব্যাপী দশম জাতীয় আয়কর মেলা শুরু হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। এবার করদাতারা যাতে দ্রুত আয়কর পরিশোধ করতে পারেন সেজন্য নগদ, রকেট, শিওর ক্যাশ, ইউপে ও বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। 
রাজধানী ঢাকাসহ সারা দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে ই-পেমেন্ট সেবা দেওয়া হবে। এর ফলে করদাতারা খুব সহজেই মোবাইল ফোন ব্যবহার করে কর দিতে পারবেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন- এনবিআরসহ আয়কর মেলা কমিটির সদস্যরা।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সীমিত পরিমাণ লেনদেন করা হয়। এ কারণে প্রান্তিক করদাতাদের সুবিধ‌ার্থে এ সেবা চালু করা হয়েছে। যেসব করদাতারা কম টাকার কর প্রদান করবেন তারা এই মোবাইল ব্যাংকিং সেবায় উপকৃত হবেন।
এনবিআর চেয়ারম্যান জানান, মেলায় তিন হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে।
‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই স্লোগানে ১৪ নভেম্বর থেকে সারা দেশ ব্যাপী আয়কর মেলা শুরু হবে। মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাত দিন, জেলা শহরগুলোয় চার দিন, ৪৮ উপজেলায় দুই দিন এবং আট উপজেলায় দিনব্যাপী কর মেলা আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড।
এবার সব মিলিয়ে দেশের ১২০ স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের ন্যায় করদাতাদের জন্য এবারও মেলায় কর বিবরণী থেকে শুরু করে পরিশোধের জন্য ব্যাংক ও বুথ থাকবে। করদাতারা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। আর নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। মেলায় ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। এছাড়া মেলায় মুক্তিযোদ্ধা, প্রবীণ, প্রতিবন্ধী ও নারী করদাতাসহ সেনাবাহিনীর সদস্যদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, যদি কারও আয় বছরে আড়াই লাখ টাকার বেশি হয়, তাহলে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। আর নারীদের ক্ষেত্রে আয় বছরে তিন লাখ টাকার বেশি হলে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমার শেষ সময় ৩০ নভেম্বর। এ সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানার বিধান রয়েছে।

বরগুনার আলো