• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

বাংলাদেশ-শ্রীলঙ্কার শিল্পীদের নিয়ে চিত্রশিল্প প্রদর্শনী

বরগুনার আলো

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে শুরু হলো ‘মুজিব শতবর্ষ’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. এম আবদুল মোমেন। প্রদর্শনীর আয়োজন করেছে সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট (এসপিবিএ)

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, এসপিবিএ এবং স্কয়ার এর প্রধান অঞ্জন চৌধুরীসহ দুই দেশের বিশিষ্ট শিল্পী ও কূটনীতিকরা।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, শিল্পের অবদান সার্বজনীন। ছোট্ট ধারার মধ্যে অতি শক্তিশালী প্রকাশ এবং তার প্রভাব বিদ্যমান। প্রদর্শনীর প্রতিটি ছবির নিজস্ব আঙ্গিক ও আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তবে দুই দেশের সংস্কৃতির ঐতিহ্য এবং মেলবন্ধন প্রায় একই। সেদিক থেকে উভয় দেশের মধ্যে বন্ধুপ্রতীম সম্পর্ক আরো দৃঢ় করতে শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অনেক কিছুতেই মিল আছে। দুটি দেশের অবস্থান প্রায় পাশাপাশি হওয়ায় মিল আরো বেশি। সেদিক থেকে এই সাংস্কৃতিক আদান-প্রদান অব্যাহত থাকবে, এটাই প্রত্যাশা।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, প্রদর্শনীর সব ছবিগুলোই সুন্দর ও পরিচ্ছন্ন কাজ। আমাদের অনেক বড় কাজ করলেই হবে না, একইসঙ্গে আমাদের শেকড়কেও ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অঞ্জন চৌধুরী ও চিত্রশিল্পী হাশেম খান।

প্রদর্শনীতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৮ জন শিল্পীর মোট ৭২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বরগুনার আলো