• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

প্রতিটি বিপ্লবেই যুবকদের ভূমিকা অপরিসীম: কৃষিমন্ত্রী

বরগুনার আলো

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১  

পৃথিবীতে প্রতিটি বিপ্লবেই যুবকদের ভূমিকার কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষের এক তৃতীয়াংশ হচ্ছে তরুণসমাজ। আমর জানি সারা পৃথিবীতে যে কোনো আন্দোলন-বিপ্লব তরুণ সমাজের অংশগ্রহণ ছাড়া হয়নি। যে কোনো প্রয়োজনে কিংবা প্রগতির উন্নয়নে যুবকদের ভূমিকা অপরিসীম।

মঙ্গলবার (২ নভেম্বর) শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু যুবমেলা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে এসে যে আনন্দ ও উচ্ছ্বাস দেখছি তা আমাকে উজ্জীবিত করেছে। তরুণরা আগামীদিনের সম্পদ। তাদের কাজে লাগানো অনেক গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমি নিজেও চাকরি জীবনে যুবকদের নিয়ে কাজ করেছি, তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা ১৮ সালের নির্বাচনে যে ইস্তেহার দিয়েছিলাম সেখানেও যুবসমাজকে কীভাবে বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে ও উন্নয়নে ব্যবহার করতে চাই তার একটি সুষ্ঠু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, যুব মন্ত্রণালয় গতানুগতিক শিক্ষার বাইরে বিভিন্ন প্রশিক্ষণমূলক শিক্ষার মাধ্যমে কীভাবে তাদের কাজে লাগানো যায় সে চেষ্টা করে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে কম্পিউটার প্রশিক্ষণ, হাস-মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, গাভি পালন হতে শুরু করে বিভিন্ন উৎপাদনশীল কর্মকাণ্ডের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। অনেক নেতৃবৃন্দ এলাকায় যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন। এমন অনেক যুবককে দেখেছি যারা নিজের কর্মসংস্থান করেছেন এবং অন্য অনেকের কর্মের ব্যবস্থা করেছেন। আগামীদিনে তাদের এই কর্মকাণ্ড যদি প্রসারিত হয় তাহলে আমাদের যুবকসম্পদ অনেকাংশে কাজে লাগবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

বরগুনার আলো