• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

‘মেশিনত প্রথমবার ভোট দিলাম বাপু’

বরগুনার আলো

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১  

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে দুই নাতির হাত ধরে ভোট কেন্দ্রে আসেন ৯৪ বছর বয়সী বৃদ্ধ হাছেন আলী খন্দকার। মঙ্গলবার সকালে তিনি পৌরসভার সরকারি নাজির আক্তার কলেজ কেন্দ্রে ভোট দেন। জীবনে প্রথমবার তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে পেরে খুবই আনন্দিত।

হাছেন পৌরসভার গড় ফতেহপুর এলাকার বাসিন্দা। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘মেশিনত প্রথমবার ভোট দিলাম বাপু। খুবই ভালো লাগলো। আল্লাহই জানেন এডাই হয়তো আমার জীবনের শেষ ভোট।’

সোনাতলা পৌরবাসী এবার প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন।

বিশুরপাড়া রইচ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দিতে আসা ৫৪ বছর বয়সী তছলিম উদ্দিন জানান, ‘ইভিএম এ ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে। ভোটের পরিবেশ খুবই ভালো।’

পৌরসভার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা ৩২ বছর বয়সী চায়না বেগম বলেন, ‘খুবই অল্প সময়ে ভোট দিতে পেরেছি। এভাবে ভোটও নষ্ট হওয়ারও ভয় নেই।’

মঙ্গলবার সকাল ৯টা থেকে সোনাতলা পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

সোনাতলা পৌরসভায় এবার মেয়র প্রার্থী তিনজন। তারা হলেন, বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, সাহিদুল বারী খান রব্বানী (নৌকা) ও একে এম সাকিল রেজা বাবলা (জগ)। এছাড়াও কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়বেন ১১ জন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র  নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ বলেন, ‘ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ১ জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাবের টহল টিম ২ প্লাটুন, মোবাইল টিম ৫ প্লাটুন, স্ট্রাইকিং ফোর্স ১ প্লাটুন, স্ট্যান বাই ১ প্লাটুন, পুলিশ সদস্য ৬০ জন, অতিরিক্ত পুলিশ সদস্য ২২২ ও ৮৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এই পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১৯ হাজার ৫২৩ জন। এরমধ্যে নারী ভোটার ১০ হাজার ১১৯ ও পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৪০৪ জন। ১১টি ভোট কেন্দ্রে ৭০টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

তিনি আরও বলেন, ‘সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোট কেন্দ্রর ৩৬ বর্গ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়া কমিশনের অনুমতি ছাড়া সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ রয়েছে।’

বরগুনার আলো