• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

আজ রিফাত হত্যা মামলার চার্জশিটের শুনানি হওয়ার সম্ভাবনা নেই

বরগুনার আলো

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ মামলার মূল নথি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে থাকায় পুলিশের দাখিল করা চার্জশিট মামলার উপনথির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে সোমবার চার্জশিটের শুনানি হওয়ার সম্ভাবনা নেই।

এ বিষয়ে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও মো. হান্নান বলেন, রিফাত হত্যা মামলার মূল নথি রয়েছে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে। তাই আজ এ মামলার চার্জশিটের শুনানি হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, আগামী ৪ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার অভিযুক্ত মো. আরিয়ান হোসেন শ্রাবণের জামিন আবেদনের শুনানি আছে। এই শুনানি শেষ না হওয়া পর্যন্ত মূল নথি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার সম্ভাবনা কম। তাই আগামী চার সেপ্টেম্বরের আগে চার্জশিট গ্রহণ কিংবা বাতিলের শুনানি না হওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে এ মামলায় অভিযুক্ত আয়শা সিদ্দিকা মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানিতে নো অর্ডার দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। সোমবার সকালে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। ফলে মিন্নির জামিন বহাল থাকছে। মিন্নির জামিন বহালের আদেশ আজই বরগুনার আদালতে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদেশটি আদালতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নির জামিনের আবেদন করবে সংশ্লিষ্ট আইনজীবী।

এ বিষয়ে বরগুনার আদালতে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, পুলিশের দাখিল করা চার্জশিটের আজ শুনানি হওয়ার সম্ভাবনা কম। তবে মামলার ধার্য তারিখ ছাড়া চার্জশিটের শুনানি হওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আমরা মিন্নিকে জামিনে মুক্ত করার জন্য সচেষ্ট রয়েছি। মিন্নিকে জামিনে মুক্ত করার জন্য কোনো প্রকার সময়ক্ষেপণ বা আইনি কোনো প্রকার লড়াইয়ে পিছপা হবেন না বলেও জানান মাহবুবুল বারী আসলাম।

বরগুনার আলো