• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

বিদেশি উপহার সামগ্রীর কথা বলে অর্থ আদায়, গ্রেফতার এক

বরগুনার আলো

প্রকাশিত: ১১ মে ২০২০  

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মো. তারেক (৩৫) নামে প্রতারকচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার ছোট বেরাইদের মৃত আমান উল্লাহর ছেলে তিনি।

র‌্যাব জানায়, গত ৩০ এপ্রিল মোহাম্মদ মুক্তার হোসেন নামের এক ব্যক্তির মোবাইলে প্রতারকচক্রের সদস্য মো. তারেক ফোন করে বলে, আপনার নামে সিরিয়া থেকে কিছু উপহার সামগ্রী এসেছে। সেগুলো কাস্টমস ডিউটি ও অন্যান্য খরচবাবদ ৭৫ হাজার টাকা জরুরি ভিত্তিতে ইসলামী ব্যাংকের বারিধারা শাখায় জমা দিতে হবে। বিশ্বস্ততা অর্জন করতে একটি কার্টন এবং কুরিয়ার সার্ভিসের রশিদের ছবি ভিকটিমের মোবাইলের হোয়াটসঅ্যাপে পাঠায় প্রতারকচক্র।

তখন ভিকটিম সরল বিশ্বাসে নিউমার্কেট ইসলামী বাংকের শাখা থেকে ৭৫ হাজার টাকা জমা প্রদান করে। পরবর্তীতে প্রতারক তারেক উপহার সামগ্রী না পাঠিয়ে আরও এক লাখ ৮০ হাজার টাকা পাঠাতে বলে, না পাঠালে প্রাণনাশের হুমকি দেয়। তখন মুক্তার হোসেন বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন।

এ ঘটনায় গত ৩ মে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নম্বর-৭৪) তিনি। এরপর র‌্যাবের কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভাটারা থানা এলাকা থেকে প্রতারকচক্রের সদস্য তারেককে গ্রেফতার করে। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের ১২টি চেকবই, একটি ভিসাকার্ড, দুটি মোবাইল ও চারটি সিম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারেক জানায়, সে এবং তার সহযোগী প্রতারকচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকার সহজ-সরল লোকদের ফেসবুক ও মোবাইল ব্যবহার করে প্রতরণার উদ্দেশ্যে বিভিন্ন কৌশলে টাকা দাবি করে। আশানুরূপ টাকা না পেলে প্রাণনাশের হুমকি প্রদান করে। প্রতারকের নিজ নামে বিভিন্ন ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে। জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় র‌্যাব-২।

অভিযানের বিষয়ে জানতে চাইলে র‌্যাব-২ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন (পরাগ) বলেন, তথ্যপ্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করে দিয়েছে তেমনি এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি চক্র এর অপব্যবহার করছে।

অপরাধীচক্র প্রতারণা করার জন্য তাদের কৌশলেও পরিবর্তন আনছে। সম্প্রতি বিভিন্ন প্রতারকচক্র ফেসবুক এবং মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিশ্বাস সৃষ্টি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে থাকে। এ রকম অভিযোগে ভাটারা এলাকা থেকে বিভিন্ন ব্যাংকের চেকবইসহ এক প্রতারককে গ্রেফতার করি।

বরগুনার আলো