• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

রূপপুর প্রকল্পের কাজ দ্রুত এগুচ্ছে, গুরুত্ব পাবে নিরাপত্তায়

বরগুনার আলো

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯  

নিরাপত্তার দিককে সর্বাধিক গুরুত্ব দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। বর্তমানে সুপার স্ট্রাকচারের কংক্রিট ঢালাইসহ ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং অবকাঠামো নির্মাণের কাজ চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে এ প্রকল্পের মূল ভৌত অবকাঠামো নির্মাণের কাজ চলছে। সেই সঙ্গে রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজও শুরু হয়েছে। ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফাউন্ডেশনের কংক্রিট ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এরপর সুপার স্ট্রাকচারের কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রকল্পটির ২৭ ভাগ কাজ শেষ হয়েছে।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, আর্থিক সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুরে এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা আণবিক শক্তি কর্পোরেশন-রোসাটম এর অঙ্গ প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দুই ইউনিট বিশিষ্ট এ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কাজ শেষ হবে ২০২৩ ও দ্বিতীয় ইউনিট ২০২৪ সালে।

প্রকল্প সংশ্লিষ্টরা আরো জানান, নিরাপত্তার দিককে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ বিদ্যুৎকেন্দ্রে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দুটির প্রতিটিতে ১৫টি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এর মধ্যে ৭টি অ্যাকটিভ অর্থাৎ বিদ্যুৎ দ্বারা চালিত এবং  ৮টি প্যাসিভ অর্থাৎ বিদ্যুৎ ছাড়া চালিত। নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেলের নিচে থাকছে প্রায় ৭৫০ মেট্রিক টন ওজনের একটি মোল্টেন কোর ক্যাচার। 

ইতোমধ্যেই মোল্টেন কোর ক্যাচার স্থাপন করা হয়েছে। কোনো কারণে তাপমাত্রা অতিরিক্তি বৃদ্ধির কারণে রিঅ্যাক্টরের কোর (ভেতরের অংশ) গলে গেলে এই মোল্টেন কোর ক্যাচারটি উচ্চ তাপমাত্রা সম্পন্ন গলিত তেজস্ক্রিয় পদার্থ ধারণ করে তা শীতল করবে। এর ফলে তেজস্ক্রিয় পদার্থ কোনো অবস্থাতেই রিঅ্যাক্টর বিল্ডিংয়ের বাইরে আসতে পারবে না। মোল্টেন কোর ক্যাচার সর্বাধুনিক প্রযুক্তি। এর আগে শুধু রাশিয়ার নভোভরেনেজ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এটি ব্যবহার করা হয়েছে।

এছাড়া নিউক্লিয়ার রিঅ্যাক্টর পেসার ভেসেলের ভেতর পারমাণবিক বিক্রিয়ার ফলে ইউরেনিয়াম জ্বালানির যে সকল তেজস্ক্রিয় পদার্থ উৎপন্ন হবে তা যাতে কোনো অবস্থাতেই পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টরে ৫ স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা রাখা হয়েছে। এর প্রথম নিরাপত্তা বেষ্টনী হচ্ছে ফুয়েল প্যালেট বা জ্বালানির গঠন। রিঅ্যাক্টরে ব্যবহুত জ্বালানি ইউরেনিয়াম ডাই-অক্সাইড। এর গঠন অনেকটা সিরামিকের মতো। এ ধরনের গঠনের ফলে তেজস্ক্রিয় পদার্থ সহজে বেরিয়ে আসতে পারে না। দ্বিতীয় বেষ্টনী হচ্ছে পারমাণবিক জ্বালানির চারপাশে ঘিরে থাকা জিরকোনিয়াম ধাতু দ্বারা তৈরি আবরণ। তৃতীয় স্তরে রয়েছে ২০ সেন্টিমিটার পুরু ইস্পাত দিয়ে তৈরি প্রেসার ভেসেল।

চতুর্থ ও পঞ্চম নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করবে প্রথম ও দ্বিতীয় কনটেইনমেন্ট বিল্ডিং। প্রথম কনটেইনমেন্ট বিল্ডিংয়ে ১.২০ মিটার পুরু বিশেষ কংক্রিটের দেয়াল এবং দ্বিতীয় কনটেইনমেন্ট বিল্ডিংয়ে ০.৫০ মিটার পুরু বিশেষ কংক্রিটের দেয়াল রয়েছে। এটি এমনভাবে তৈরি করা হবে যা ঘণ্টায় প্রায় ৪৫০ মাইল বেগে ধাবমান ৫.৭ টন ওজনের একটি বিমান এটির উপর আছড়ে পড়লেও কনটেইনমেন্টের কোনো ক্ষতি হবে না। এছাড়া এটি রিক্টার স্কেলে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প ও ঘণ্টায় প্রায় ১২৫ মাইল গতিবেগের টর্নেডো সহনীয়।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তির আওতায় প্রায় দেড় হাজার প্রকৌশলী, বিজ্ঞানি এবং বিভিন্ন শ্রেণির লোকজনসহ মোট তিন হাজার জনবলের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। রাশিয়ার মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইনস্টিটিউটে (মেফি) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে ৬০ জন শিক্ষার্থীকে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের প্রথম ব্যাচ উচ্চশিক্ষা শেষে গত বছর দেশে ফিরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যোগ দিয়েছেন। 

এ উচ্চ শিক্ষা কার্যক্রমে প্রতি বছর শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে এবং এটি ২০২২ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া ভারতের পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ইতোমধ্যে ১৪৩ জন শিক্ষানবিশ কর্মকর্তা ভারতে ফাউন্ডেশন কোর্স অন নিউক্লিয়ার এনার্জি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে।

রূপপুরের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জ্বালনি হিসেবে ইউরেনিয়াম-২৩৫ ব্যবহার করা হবে। এই জ্বালানি সরবরাহে রাশিয়ান নিউক্লিয়ার ফুয়েল সাপ্লাই কোম্পানির (টিভিইল) এর সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়েছে। ইউরেনিয়াম-২৩৫ জ্বালানি সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, এক গ্রাম ইউরেনিয়ামে প্রায় ২৪০০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে প্রায় প্রায় ৩ মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়। গত বছর জুলাই পর্যন্ত এক গ্রাম ইউরেনিয়ামের আন্তর্জাতিক বাজার মূল্য ছিল প্রায় ৬.৩০ ইউএস সেন্ট যা বাংলাদেশি মুদ্রায় ৫.৩০ টাকা। একই সময় ৩ মেট্রিক টন কয়লার মূল্য ছিলো ১৯৫ ইউএস ডলার বা ১৬০০০ টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানান, ইতোমধ্যে প্রকল্পের ২৭ ভাগের মতো কাজ সম্পন্ন হয়েছে। অবকাঠামা নির্মাণ কাজ থেকে শুরু করে ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংসহ সব ধরনের কাজ এগিয়ে যাচ্ছে। নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রকল্পের কাজ করা হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারবো।

বরগুনার আলো