• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বের রোল মডেল বাংলাদেশের ৩৯ কারখানা

বরগুনার আলো

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

বিশ্বের সেরা ১০০টি পরিবেশবান্ধব কারখানা বা গ্রীন ফ্যাক্টরির মধ্যে ৩৯টিই বাংলাদেশে। এসব সবুজ কারখানা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি শুধু উজ্জ্বলই করছে না; তৈরি পোশাকের ক্রেতা আকর্ষণেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এসব কারখানায় কাজ করে খুশি কর্মীরাও।

ভয়াবহ অগ্নিকাণ্ড কিংবা ভবন ধসে হাজারো শ্রমিকের নির্মম মৃত্যু। এক সময় বাংলাদেশের কারখানার কর্মপরিবেশ নিয়ে এমন বার্তা মাঝে মাঝে পেত গোটাবিশ্ব। কিন্তু গত এক দশকে বদলে গেছে চিত্র।

দেশের প্রায় সব রপ্তানিমুখী পোশাক কারখানার কর্মপরিবেশ এখন বিশ্বমানের। এরমধ্যে ৩৯টি অবস্থান করছে বিশ্বের শীর্ষ ১০০টি সেরা কারখানার তালিকায়। পরিবেশবান্ধব এসব গ্রীন ফ্যাক্টরি এখন বিশ্বের রোল মডেল।

শিল্প-কারখানা থেকে কার্বন নিঃসরণে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। বদলে যাচ্ছে জলবায়ু। তাই পরিবেশবান্ধব কারখানার প্রতি ঝুঁকছেন বাংলাদেশী উদ্যোক্তারা। প্রতিবছরই দেশে বাড়ছে গ্রীন ফ্যাক্টরির সংখ্যা। রপ্তানি প্রবৃদ্ধির সাথে ঘটছে সবুজ বিপ্লব।

যুক্তরাষ্ট্রের গ্রীন বিল্ডিং কাউন্সিলের দেয়া সনদে বিশ্বসেরা পরিবেশবান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের রেমি হোল্ডিংস শীর্ষে।

গোটা কারখানাটি সবুজে মোড়ানো। প্রতিটি জায়গায় আধুনিকতার ছোঁয়া। সবই পরিবেশবান্ধব। সূর্যের আলো আর সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে রেমি হোল্ডিংসে। কারখানার তাপমাত্রা নিয়ন্ত্রণে চলছে বিশেষ বৈদ্যুতিক পাখা।  

কর্মীরা জানান, ভেতরে আছি না বাইরে আছি তা বুঝতে পারি না। সূর্যের আলো পাই, সবদিক দিয়েই ভালো লাগে। স্কাই লাইট আছে, যাতে আমরা দিনের আলোর মতো কাজ করতে পারি।

কেবল সবুজ নয়, নারায়ণগঞ্জের আদমজী এলাকার এই কারখানার শ্রমিক-কর্মচারিরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা। আধুনিক মেশিনারিজে চলছে পুরো উৎপাদন কার্যক্রম।

রেমি হোল্ডিংসের জিএম (অপারেশন) বলেন, আমরা বাড়িতে ৮০ কিলোওয়ার্ডস ফ্যান ব্যবহার করি কিন্তু এখানে ৩৫ কিলোওয়ার্ড ব্যবহার হচ্ছে। ফলে এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ সাশ্রয় হয়ে আসছে।

বর্জ্য শোধনে বসানো হয়েছে অত্যাধুনিক ইটিপি। সব মিলিয়ে অন্য ১০টি কারাখানার চেয়ে রেমি হোল্ডিংস সত্যিই ব্যাতিক্রম।

এদিকে, ছাদের বিশাল এলাকাজুড়ে নানা ধরণের ফুল-ফলের গাছে গড়ে তোলা হয়েছে মনোমুগ্ধকর বাগান। গাছের ফাঁকে ফাঁকে বসানো হয়েছে ডে-লাইট সিস্টেম।

দেশ এবং পরিবেশের কথা মাথায় রেখে উদ্যোক্তারা এখানে অতিরিক্ত বিনিয়োগ করেছেন, স্বাভাবিকভাবে এখানকার উৎপাদন খরচও অন্য কারখানার চেয়ে বেশি। তাইতো ক্রেতা এবং সরকারের কাছ থেকে তারা একটু সহায়তা কামনা করতেই পারে।

বরগুনার আলো