• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত

ভিডিও কনফারেন্সে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবার ভিডিও কনফারেন্সে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বান্দরবান ও কিশোরগঞ্জ জেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ধানমণ্ডির নিজ বাসভবন সুধাসদন থেকে এ কনফারেন্সে যোগ দেন তিনি।

এ সময় কিশোরগঞ্জ-১ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। আর নির্বাচিত হলে পার্বত্য জেলা বান্দরবানকে পর্যটনের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রতি দেন।

বান্দরবানে পুরাতন সিনেমা হল মাঠে জেলার নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন শেখ হাসিনা। তিনি এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উ শৈ সিংকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

পার্বত্য অঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, একসময় রুমা ও থানচিতে ব্রিজ ছিল না, আমি সেটি করে দিয়েছি। আমরা যদি আবারও ক্ষমতায় আসি, আমাদের চলমান উন্নয়ন কাজগুলো করতে পারব। প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে উচ্চশিক্ষার ব্যবস্থা করেছি।

রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করেছি। অন্যান্য পার্বত্য অঞ্চলেও উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। শেখ হাসিনা বলেন, বান্দরবান প্রাকৃতিক লীলাভূমির অপূর্ব সুন্দর অঞ্চল। বান্দরবানকে আমরা উন্নয়নের রোল মডেল করতে চাই। বান্দরবান হবে পর্যটনের রোল মডেল। আমরা সেইভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছি। আবারও ক্ষমতায় এলে বান্দরবানসহ পুরো পার্বত্য অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করব।

শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। ২০৭১ সালে আজকের তরুণরা বাংলাদেশের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তরুণদের জন্য আমার শুভাশীষ রইল।

প্রধানমন্ত্রী এ সময় দেশের উন্নয়নে তার সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, আমরা দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ ভাগে নামিয়ে এনেছি, যা আগে ৪১ ভাগে ছিল। হাসপাতালে যাতে চিকিৎসার মান উন্নত হয় এবং বহুমুখী চিকিৎসার ব্যবস্থা হয়, সে চেষ্টা করছি। তরুণ

প্রজন্মের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। দুই লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ নিতে পারবে তরুণরা।

সৈয়দ আশরাফের দায়িত্ব দিলেন নেতাকর্মীদের : কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সময়ে দল ও দেশের জন্য সৈয়দ আশরাফের ভূমিকা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু সৈয়দ আশরাফ অসুস্থ, তাই আমি অনুরোধ করব, সবাই মিলে তার জন্য কাজ করে যাবেন। যেন সে নির্বাচনে জয়ী হয় এবং সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে। আপনারা তার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, জয় আমাদের হবেই।

কিশোরগঞ্জের আসনগুলো নৌকাকে উপহার দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, এখানে ৬টি আসন। এর ৫টি নৌকা ও একটি লাঙ্গল। আপনারা ভোট দিয়ে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীকে জয়যুক্ত করবেন। নির্বাচনের পর সরকার গঠন করি আর না করি, আমি হোসেনপুরে আসব।

শেখ হাসিনা বলেন, হাওর অঞ্চলে প্রচুর মাছ উৎপাদন হয়। মাছ শুধু উৎপাদন করলেই হবে না, সেটা প্রক্রিয়াজাতকরণ করে বাজারজাতকরণ করে মূল্যবৃদ্ধি করা যায়, সেজন্য আমরা ব্যবস্থা নেব। কিশোরগঞ্জে প্রক্রিয়াধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রত্যেক মানুষের জীবনমান উন্নত করতে চাই। একটি মানুষও গৃহহারা থাকবে না। জাতির পিতা গুচ্ছগ্রাম শুরু করেছিলেন। আমরা সেই গুচ্ছগ্রামের সঙ্গে আশ্রয়ণ প্রকল্প এবং গৃহায়ন তহবিলের মাধ্যমে যাদের জমি আছে তাদের ঘরবাড়ি করতে টাকা দিচ্ছি। প্রত্যেক মানুষ যেন বসবাসের জন্য সুন্দর ঘর পায়, সে ব্যবস্থা করে দিচ্ছি।

সৈয়দ আশরাফের পক্ষে তার ভাই সৈয়দ মনজুরুল ইসলাম কথা বলেন শেখ হাসিনার সঙ্গে। তিনি বলেন, সৈয়দ আশরাফ অসুস্থ হওয়ার পরও আপনি তার ওপর যে আস্থা রেখেছেন, সেজন্য পরিবারের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আমি বিদেশে থাকি, এ দেশে আপনিই আমাদের পরিবারের অভিভাবক।

স্থানীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক শরীফ সাদিক বলেন, আপনি সৈয়দ আশরাফকে ছোট ভাইয়ের মতো অত্যন্ত øেহ করেন। যে সম্মানটুকু দেখিয়েছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে কিশোরগঞ্জের মানুষ আপনাকে সেই সম্মান ফিরিয়ে দেবে।

আমাদের কিশোরগঞ্জ বু্যুরো জানায়, ভিডিও কনফারেন্সে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী সাবেক আইজিপি নূর মোহাম্মদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মশিউর রহমান হুমায়ুন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম, বোন ডা. সৈয়দা রাফিয়া নূর রূপাসহ সংগঠনের নেতারা সেখানে ছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এ জনসভায় যোগ দিয়ে শেখ হাসিনার বক্তব্য শুনেন।

সুধাসদন প্রান্তে কনফারেন্স পরিচালনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে সেখানে ছিলেন। এ সময় ভিডিও কনফারেন্সে গত দশ বছরের উন্নয়নের ভিডিওচিত্র দেখানো হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাথমিকভাবে ১০ জেলায় নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেয়ার কথা রয়েছে শেখ হাসিনার। নির্বাচনী আচরণবিধি মেনে সরকারি বাসভবনের পরিবর্তে তার ব্যক্তিগত বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছেন তিনি। মঙ্গলবার নড়াইলেও প্রচারণায় যোগ দেয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই কর্মসূচি স্থগিত করা হয়।

 

বরগুনার আলো