• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্যাংস্টারের ভয়ে এবারের ঈদে সালমান ভক্তদের দেখা দেননি

বরগুনার আলো

প্রকাশিত: ১২ জুলাই ২০২২  

১০ জুলাই দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার দল কখনোই সালমান খানকে ক্ষমা করবে না বলে দাবি করেছে।

পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, এ বিষয় নিয়ে বিষ্ণোই ভাবনা-চিন্তা করবেন যদি ‘দাবাং’ খ্যাত অভিনেতা প্রকাশ্যে তার কাছে ক্ষমা চান।  

সালমানকে মৃত্যুর হুমকিসহ চিঠি পাঠানোর পর তার আইনজীবী হস্তিমাল সারস্বত এই একই ধরনের চিঠি পান, যাতে তাকেও মৃত্যুর হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয় একই রকমভাবে যে 'হস্তিমাল এবং তার পরিবার পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতোই পরিণতির শিকার হবে।

আমরা কাউকেই ছাড়ব না, এমনকি তোমার পরিবারের লোকদেরও নয়। খুব শিগগিরই তোমরাও মুসেওয়ালার মতো দিন দেখবে। '

এই ঘটনার বেশ কিছুদিন আগে বিষ্ণোই এবং তার দল একই রকম চিঠি পাঠিয়েছিল সালমানের পরিবারে। যার ফলে গ্যালাক্সিতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। শুধু তা-ই নয়, এ বছর ঈদে গ্যালাক্সির বারান্দা থেকেও সালমান খান তার ভক্তদের দেখা দেননি।  

বছরের এদিনটা কোনো ভক্তকে নিরাশ করেন না ভাইজান। কিন্তু এ বছর ব্যাপারটা ছিল একেবারে অন্য রকম। বিষ্ণোইয়ের লাগাতার হুমকির ফলে এ বছর ঈদে সালমান তার নিয়মিত আয়োজন বাদ দিয়েছেন।   

জানা গেছে, গ্যালাক্সির চার ধারে প্রায় ১৫টি সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে বসানো হয়েছে এবং তার আশপাশের এলাকাতেও বসানো হয়েছে। শুধু তা-ই নয়, স্পেশাল ফোর্স নিয়ে শুটিংয়ের সেটেও যাচ্ছেন ভাইজান।

কিন্তু বিষ্ণোইয়ের রোষের মুখে বারবার কেন পড়ছেন সালমান? এ প্রসঙ্গে অনেকেই জানেন কৃষ্ণসার মৃগ হত্যার পর থেকে লরেন্স বিষ্ণইয়ের রোষ ভাইজানের ওপর পড়েছে। কারণ তাদের কাছে এই প্রাণী ঈশ্বরের সমান। তাই সেই সময় থেকে রীতিমতো ক্ষিপ্ত লরেন্স এবং তার দলবল। তাই তার দাবি, আদালতের রায় সালমানের জন্য শেষ রায় নয়। তার জন্য অন্য কিছু অপেক্ষা করছে, যা তিনি করে দেখাবেন।

বরগুনার আলো