• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ড. ওয়াজেদ মিয়া অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন দ্রব্যমূল্য বেড়েছে, সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’

পাথরঘাটায় চেয়ারম্যানদের সাথে কাউন্সিলদের বৈষম্য দুর করনের দাবী

বরগুনার আলো

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

বরগুনার পাথরঘাটা চেয়ারম্যানদের সাথে মেম্বর ও কাউন্সিলরদের বৈষম্যা দুর করনের দাবী জানিয়েছে কাউন্সিলর ও মেম্বর সমন্নয় পরিষদ । আজ সকাল ১০টার সময় পাথরঘাটা কলেজ সংলগ্ন সাইক্লোন সেল্টারে পাথরঘাটা উপজেলা কাউন্সিলর ও মেম্বর সমন্নয় পরিষদ আয়োজনে নৌকা মার্কার নির্বাচনী সভায় এমপি রিমনের কাছে এ দাবী জানানো হয়। এ সময় ছিয়াশি জন ইউপি সদস্য ও পৌর কাউন্সিলরা উপস্থিত থাকলেও কোন চেয়ারম্যানরা সভায় ছিলেন না।

কাউন্সিলর ও মেম্বর সমন্নয় পরিষদের সভাপতি রোকনুজ্জামানে সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যডভোকেট জাবির হোসেন, পৌর সভার কাউন্সিলর মাহাবুবুর রহমান, মুনিরা ইয়াসমিন খুশী, মোসাফ্ফের হোসেন বাবুল, ইউপি সদস্য প্রিন্স মাহমুদ, খলিলুর রহমান, মজিবর রহমান, শাহ আলম, নিজাম তালুকদারসহ অনেকে।

সমন্নয় পরিষদের সভাপতি রোকনুজ্জামান রুকু জানান, জনবান্দব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ইউপি মেম্বর ও পৌর কাউন্সিলরদের সম্মানী ভাতা হিসাবে প্রতি মাসে ৮ হাজার টাকা করে নির্ধারন করেছে। এ টাকার কিছু অংশ সরকারী বরাদ্ধ থেকে প্রত্যেক মেম্বর ও কাউন্সিলরদের নিয়মিত ভাবে ৩৬ শ করে দেয়া হয়। বাকি ৪২শ টাকা ইউনিয়ন পরিষদের আয়কর থেকে দেয়ার কথা থাকলেও ৩ বছরের মধ্যে কোন মেম্বর অথবা কাউন্সিলরকে একটি টাকাও দেয়া হয়নী।

রোকনুজ্জামান বলেন, ইউনিয়ন ও পৌরসভার সকল আয় কুক্ষিগত করে চেয়ারম্যানরা ইচ্ছেমতো ব্যাবহার করেছে। এমন কি ভিজিএফ, ভিজিডি এবং ১০ টাকার খাদ্য সহয়তার, টিআর ও কাবিখার কাজ চেয়ারম্যানরা ইচ্ছেমতো ভাগ বাটোয়ারা করে নিচ্ছে । সংসদ সদস্যরা এসব ব্যাপারে কোন খেয়াল না রেখে তারা চেয়ারম্যানদের সাথে সমন্নয় করে চলে। এই বৈশম্যতার কারনে এ বছর মেম্বর ও কাউন্সিলরা সংসদ নির্বাচনে অংশ নিতে চাইছিলনা। পরে বৈষম্যতা দুরকরনে এমপি শওকত হাসানুর রহমান রিমনের প্রতিশ্র“তিতে নৌকা মার্কার নির্বাচনে নেমেছে কাউন্সিলর ও মেম্বর সমন্নয় পরিষদের। এ সময় ৩৩ জন বিএনপি ও জামায়াতে নেতাকর্মী ইউপি সদস্য ও কাউন্সিলর নৌকা মার্কার নির্বাচন করার শপথ নেয় এমপির হাত ধরে।

এ ব্যাপারে পাথরঘাটা ২নং নাচনা পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান বলেন, ইউনিয়ন পরিষদ চলে গ্রামের মানুষের ট্যাক্সের টাকায়। তারা ট্যাক্স না দিলে মেম্বরদের টাকা দিব কিভাবে। গ্রামের মানুষ ট্যাক্স দিলে নির্বাচনের পর থেকে মেম্বরদের সম্মানি ভাতা দেয়া হবে।

এ ব্যাপারে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী শওকত হাসানুর রহমান রিমন বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। সভায় চেয়াম্যানদের সাথে কাউন্সিলর ও ইউপি সদস্যদের যে বৈষম্য তা আজকের সভায় অবগত হলাম। আমি যদি পুনরায় একাদশ জাতীয় সংসদে সাংসদ নির্বাচিত হই তা হলে প্রতি দুই মাস পর পর ইউপি সদস্য ও কাউন্সিলরদের সাথে সমন্নয় সভা করব এবং যাতে করে ইউপি সদস্য ও কাউন্সিলরদের শতভাগ সম্মানি ভাতা সরকারি কোষাগার থেকে পাওয়া যায়। এব্যাপারে প্রধান মন্ত্রীর সাথে আলোচনা করে সংসদে বিল পাশ করা হবে বলে জানান এমপি রিমন

বরগুনার আলো