• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

আ`লীগ প্রার্থীর প্রচারকেন্দ্রে বিএনপির কর্মী-সমর্থকদের হামলা

বরগুনার আলো

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেনের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর জের ধরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বগাবাঈদ বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার রশিদপুর এলাকা থেকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সমর্থনে ধানের শীষ প্রতীকের একটি নির্বাচনী মিছিল নিয়ে স্থানীয় বগাবাঈদ বোর্ডঘর মোড়ের দিকে যাচ্ছিল নেতাকর্মীরা। এ সময় ওই মিছিল থেকে বগাবাঈদ বোর্ডঘর মোড়ে রাস্তার পাশের আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্রে ইটপাটকেল ছুঁড়ে মারে। হামলাকারীরা প্রচারকেন্দ্রটির ভেতরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলে। এ সময় নির্বাচনী প্রচারকেন্দ্রে অবস্থান করা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী দ্রুত চলে যাওয়ায় তারা প্রাণে বেঁচে যান।

খবর পেয়ে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকরা সেখানে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। একপর্যায়ে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন ও অন্যান্য নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত নির্বাচনী প্রচারকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, রাতে বগাবাঈদ বোর্ডঘর এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে হামলার আলামত পাওয়া গেছে।

বরগুনার আলো