• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

প্রোটিয়াদের উড়িয়ে দিল ভারত

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি সহজেই জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছে ভারত। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

অধিনায়ক কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরির (৫২) সঙ্গে তেম্বা বাভুমার ৪৯ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ৫ উইকেটে ১৪৯। জবাবে কোহলির হার না মানা হাফ সেঞ্চুরিতে (৭২*) ১ ওভার আগেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।

অধিনায়ক হিসেবে নতুন অধ্যায়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ডি কক। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে ৮ বাউন্ডারিতে খেলেন তিনি ৫২ রানের ইনিংস। তার সঙ্গে তেম্বা বাভুমা ৪৩ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেললে বড় স্কোরের স্বপ্ন দেখে প্রোটিয়ারা। যদিও শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৯ রানে শেষ হয় তাদের ইনিংস। ডেভিড মিলার করেন ১৮ রান, আর ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে আসে ১০ রান।

ভারতের সবচেয়ে সফল বোলার দীপক চাহার। ৪ ওভারে ২২ রান দিয়ে তার শিকার ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাভদীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।

১৫০ রানের লক্ষ্যে রোহিত শর্মা ১২ রানে আউট হলেও জয়ের ভিত গড়েন শিখর ধাওয়ান ও কোহলি। ধাওয়ান ৩১ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪০ রান করে আউট হলেও কোহলি দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৫২ বলে ভারতীয় অধিনায়ক খেলেন অপরাজিত ৭২ রানের ইনিংস, যাতে ছিল ৪ বাউন্ডারির সঙ্গে ৩ ছক্কার মার। 

ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটসম্যানের সঙ্গে ১৪ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন শ্রেয়াস আইয়ার। ঋষভ পান্ত করেন ৪ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন আন্দিলে ফেলুকাও, তাবরেজ শামসি ও বিয়র্ন ফর্টুইন। 

বরগুনার আলো