• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আইনের প্রতি বিএনপির শ্রদ্ধা নেই: আইনমন্ত্রী

বরগুনার আলো

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ দেশের আইন বা কোনো প্রতিষ্ঠানের প্রতি বিএনপির নেতাদের শ্রদ্ধা নেই। এটা তারা কাজকর্ম ও কথাবার্তায় বুঝিয়েছেন। তাদের বিপক্ষে কোনো আদেশ ও রায় গেলেই এটা মানি না, ওটা ঠিক না ইত্যাদি বলতে থাকেন।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। পরে তিনি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপি-জামায়াত দেশকে ব্যর্থ ও ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। ২০০১-২০০৬ সাল পর্যন্ত লুটপাটের ধ্বংসস্তূপ থেকে সারা বিশ্বের পাঁচটি উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের নামও ওঠে এসেছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত এ দেশকে বিশ্বাস করে না। তাদের আইনজীবীদের বক্তব্য শুনে ও ডাক্তারি রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেয়ার প্রয়োজন মনে করেননি। তিনি তেমন কোনো গুরুতর অসুস্থ নন। এ কারণে তাকে জামিন দেয়া হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা নূরুল হক ভূঁইয়া, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

মসজিদটি ৪৩ শতাংশ ভূমির ওপর ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড নির্মাণ বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করবে ওই প্রতিষ্ঠানটি।

বরগুনার আলো