• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলী-তালতলীর ১৭ হাজার জেলে পাচ্ছেন বিশেষ খাদ্য শস্য সহায়তা

বরগুনার আলো

প্রকাশিত: ৩০ মে ২০১৯  

আমতলী ও তালতলী উপজেলার ১৭ হাজার সমুদ্রে মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের জন্য বিশেষ ভিজিএফ খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে। এক মাসের জন্য এ বরাদ্দ দেয়া হয়। দুই উপজেলার মৎস্য অফিসের নিবন্ধিত ১৭ হাজার ১’শ ৬৫ জেলে এ সহায়তা পাচ্ছেন। এ সপ্তাহেই এ চাল বিতরন করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাল বরাদ্দের খবরে জেলেদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৬৫ দিন ধরে সমুদ্রে ইলিশ আহরন নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে জেলেরা পরিবার পরিজন নিয়ে খুব মানবেতন জীবন-যাপন করছে। জেলেদের মানবতার জীবন-যাপনের কথা বিবেচনা করে সরকার নিবন্ধিত সকল জেলেদের জন্য এক মাসের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচী গ্রহন করেছে। এতে প্রত্যেক জেলে ৪০ কেজি করে চাল পাবেন। আমতলী উপজেলায় ৭ হাজার ৯’শ ১০ ও তালতলী উপজেলায় ৯ হাজার ২’শ ৫৫ জন নিবন্ধিত জেলে এ সহায়তা পাচ্ছেন। গত ২৮ মে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলেদের বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দপত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছেছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এবং তালতলী উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ দ্রুত চাল বরাদ্দের ছাড়পত্র উপজেলা মৎস্য অফিসারকে দিয়েছেন। আমতলী ও তালতলী উপজেলা মৎস্য অফিস কর্তৃপক্ষ নিবন্ধিত জেলেদের তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে দিয়েছেন। ওই তালিকা অনুসারে সংশ্লিষ্ট চেয়ারম্যান ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরন করবেন। চাল বরাদ্দের খবরে জেলেদের মাঝে সস্থি ফিরে এসেছে। জেলেরা দাবী করেন যতদিন সাগরে মৎস্য আহরন নিষিদ্ধ ততদিন যেন তাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকে।

তালতলী উপজেলার গাবতলী এলাকার জেলে ছত্তার মিয়া, মোস্তফা সিকদার বলেন, মাছ ধরা নিষিদ্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাই। সরকার এখন যে সহায়তা দিচ্ছে তাতে কিছুটা হলেও ভালো হবে। তারা আরো বলেন, যতদিন সাগরে মৎস্য আহরন নিষিদ্ধ ততদিন যেন সরকার তাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখেন সেই দাবী জানান তারা।

গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাড.নুরুল ইসলাম বলেন, মৎস্য অফিস থেকে নিবন্ধিত জেলেদের তালিকা পেয়েছি। আগামী কালই জাল বিতরন করা হবে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, উপজেলার ৭ হাজার ৯’শ ১০ জন নিবন্ধিত জেলেদের তালিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেও কাছে দিয়েছি। তারা ওই তালিকা অনুসাওে জেলেদেও মাঝে চাল বিতরন করবে।

তালতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শামীম রেজা বলেন, সমুদ্রে মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের মাঝেই চাল বিতরন করা হবে। তিনি আরো বলেন, আমার নিবন্ধিত ৯ হাজার,২’শ ৫৫ জন জেলে ছাড়াও কিছু জেলে সাগরে মাছ ধরে। তাদেরও চাল দেয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন বলেন, জেলেদের বিশেষ ভিজিএফ বরাদ্দকৃত আমতলীতে ৩১৬.৪০০ ও তালতলীতে ৩৭০.২০০মেট্রিকটন চালের ছাড়পত্র দিয়েছি।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ বলেন, নিবন্ধিত জেলেদের মাঝে সুষ্ঠুভাবে  চাল বিতরনের জন্য নির্দেশ দিয়েছি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, জেলেদের বিশেষ ভিজিএফ’র চাল দ্রুত বিতরনের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়ে

বরগুনার আলো