• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনায় বয়স্কদের অধিক মৃত্যুর রহস্য উদঘাটন করলেন বিজ্ঞানীরা

বরগুনার আলো

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারিতে বয়স্কদের মৃত্যু এবং মারাত্মক শারীরিক অসুস্থতার ঝুঁকির বিষয়টি এখন বেশ পরিষ্কার। দেশে দেশে বিপুল সংখ্যক প্রবীণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সরকারগুলি  জনগণকে তাদের বৃদ্ধ বাবা-মা ও দাদি-দাদাদের সবচেয়ে সুরক্ষিত এবং তাদের বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকা নিশ্চিত করার জন্য বলেছে।

অবশেষে বয়স্কদের জন্য করোনাভাইরাস বেশি মারাত্মক হওয়ার কারণ যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। গবেষণায় দেখা গেছে যে, কার্ডিওভাসকুলার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মানুষেরা প্রতিদিন বিভিন্ন মেডিসিন গ্রহণ করে। এসব ওষুধের উপাদানগুলির কারণে ভাইরাস আরও সংহত হয় এবং গুরুতর সমস্যার দিকে পরিচালিত করে।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী কিডনিজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় ব্যবহৃত মেডিসিনের কারণে এনজিওটেনসিন-রূপান্তরকারী এনজাইম ইনহিবিটরস (এসিইআই) এবং অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারস (এআরবি) তৈরি বাঁধা পড়ায় সার্স বিটা করোনাভাইরাস বয়স্ক মানুষের জন্য বেশি ঝুকি তৈরি করে।

যুক্তরাষ্ট্রের লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির (এলএসইউ) অধ্যাপক ড. জেমস ডিয়াজ বলেন,সাধারণত বয়স্ক ব্যক্তিরা এই জাতীয় রোগে বেশি সংখ্যায় ভোগেন। গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে যে ভাইরাসের আক্রমণে প্রবীণ ব্যক্তিরা কেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং অসহায়। তিনি আরও যোগ করেছেন যেহেতু এই ওষুধগুলি প্রতিদিন খাওয়া হয় তাই বয়স্কদের ঝুঁকি অনেকগুণ বেড়ে যায়।

গবেষণার অংশ হিসাবে,চীনের ১ হাজার ৯৯ জন করোনা রোগীর ওপর সমীক্ষা চালানো হয়। যারা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন। গবেষণায় দেখা গেছে,যাদের নমুনা বিশ্লেষণ করা হয়েছিল তাদের সবাই এই সমস্ত রোগে ভুগছিলেন এবং এসিইআইএস এবং এআরবির মতো উপাদান রয়েছে এমন ওষুধ সেবন করেছেন।

গবেষণায় বলা হয়েছে, করোনাভাইরাস এবং তাদের ওষুধে পাওয়া যায় এমন বিপজ্জনক পদার্থ এড়াতে সর্বোত্তম সতর্কতা হলো ভিড়ের জায়গা, গণ-অনুষ্ঠান, সমুদ্র ভ্রমণ এবং দীর্ঘকালীন বিমান ভ্রমণ এড়ানো।

ডায়াজ বলেছিলেন যে, এই ধরনের দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এমন বেশিরভাগ রোগীরই তাদের গুরুত্বপূর্ণ ওষুধ ছাড়া বেঁচে থাকার আশা করা যায় না। এই জন্য তাদের বাড়তি সতর্কতা বেশি প্রয়োজন।

মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগব্যাধি শরীরে বাসা বাঁধতে শুরু করে। রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। এ কারণে যেকোনও ধরনের সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বয়স্করা। শরীরে কোনও ধরনের চ্যালেঞ্জ তৈরি হলে তা অধিকাংশ সময় ক্ষতি করে। বয়স্কদের শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটলে তার সঙ্গে লড়াই করে উঠতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা। এসময় শরীরে এক ধরনের আলোড়ন তৈরি হয়; যা সংক্রমণের সঙ্গে লড়াইয়ের সময় অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল উৎপাদন করে। অতিরিক্ত লড়াই চালাতে গিয়ে শরীরের বিভিন্ন ধরনের অঙ্গ-প্রতঙ্গ বিকল হয়ে যায়। যে কারণে তা বড় ধরনের ক্ষতির শঙ্কা তৈরি করে।

বরগুনার আলো