• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

টুইটারে তুমুল ঝগড়ায় মেতেছেন দুই তারকা ফুটবলারের স্ত্রী!

বরগুনার আলো

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

নানা বিধিনিষেধের কারণে ফুটবলাররা সীমা বজায় রেখে সোশ্যাল সাইটে বিভিন্ন মতামত দিয়ে থাকেন। কিন্তু তাদের জীবনসঙ্গীদের তো আর এই ভয় নেই। যে কারণে দুই ফুটবলারের স্ত্রী সোশ্যাল সাইটে রীতিমতো কোমর বেঁধে ঝগড়ায় মেতেছেন। তারা হলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েন রুনির স্ত্রী কোলিন রুনি এবং আরেক ফুটবলার জ্যামি ভার্দির স্ত্রী রেবেকা ভার্দি। রুনির বউয়ের অভিযোগ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ তার ব্যক্তিগত গল্প ফাঁস করেছেন।

ওয়েইন রুনির সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে কোলিনের ফলোয়ার সংখ্যা ১.৩ মিলিয়ন হয়েছে। কোলিনের অভিযোগ, কে বা কারা টুইটারে তার ব্যক্তিগত পোস্টগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছে। তিনি টুইটারে লেখেন, 'কয়েক বছর ধরে আমার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেউ আমাকে অনুসরণ করছে এবং ধারাবাহিকভাবে আমার ব্যক্তিগত পোস্ট এবং কথোপকথন দ্য সান সংবাদপত্রের কাছে ফাঁস করে দিয়েছে। আমার সম্পর্কে, আমার বন্ধুরা এবং আমার পরিবারের অজন্তেই বিনা অনুমতিতে ওই পত্রিকার কাছে অনেক তথ্য দেওয়া হয়েছিল।'

ওয়েন রুনির স্ত্রী বলেন, কে এই কাজ করছে জানার জন্যে তিনি জ্যামি ভার্দির স্ত্রী রেবেকা ভার্দির একটি ইনস্টাগ্রাম পেজ ছাড়া সবাইকে তার ইনস্টাগ্রামের গল্পগুলি দেখা থেকে আটকে বা ব্লক করে দিয়েছিলেন। তার ভাষায়, 'আমি সমস্ত মূল গল্পগুলি সংরক্ষণ করেছি এবং স্ক্রিনশট রেখেছি যা স্পষ্টভাবে প্রমাণ করে যে কেবলমাত্র একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকেই এগুলি দেখা হয়েছে। এবং এটা রেবেকা ভার্দির অ্যাকাউন্ট।'

জবাবে ভার্দি টুইটারে লিখেন, 'যদি তুমি বুঝেই থাক যে এমন কিছু ঘটছে, তবে তুমি আমাকে বলতে পারতে। তাহলে আমার পাসওয়ার্ড পরিবর্তন করে আমি দেখতাম যে এই ঘটনার পরিবর্তন হয়েছে কিনা। কয়েক বছর ধরেই দেখছি বিভিন্ন লোকেরা আমার ইন্সটার অ্যাক্সেস পেয়ে যাচ্ছে এবং এই সপ্তাহে আমি দেখতে পেলাম যে আমি এমন লোকেদের অনুসরণ করছি যা আমার জানা ছিল না এবং আমি কখনও নিজে থেকে তাদের অনুসরণ করিনি।'

ব্রিটিশ টিভি রিয়েলিটি শোয়ের সাবেক তারকা রেবেকা ভার্দি রীতিমতো ক্ষুব্ধ হয়ে আরও লিখেছেন, 'আমি একজন সেলিব্রিটি। আমাকে এসব থেকে রেহাই দাও! আমি মজা করছি না। আমার অর্থের কোনো দরকার নেই, তাহলে তোমাকে নিয়ে কোনো গল্প তৈরি করে তা দিয়ে আমি কী লাভ করব? এই অভিযোগে আমি খুব বিরক্ত। আমি পুরো বিষয়টির সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছি। এই ঘটনা প্রথম যেদিন ঘটে, সেদিনই আমাকে ফোন করা উচিত ছিল তোমার।'

দুই ফুটবলারের স্ত্রীর এই বাগযুদ্ধ নিয়ে বেশ মজা পাচ্ছেন ফুটবল প্রেমীরা। এক কাঠি এগিয়ে স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স  রসিকতা করে একটা টুইটে লিখেছে, 'আমরা এই বিষয়ে একটি ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছি, তাই না?'

বরগুনার আলো