• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানে টেস্ট খেলার অনুমতি দেয়নি সরকার

বরগুনার আলো

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশ জাতীয় দলের। তবে এই সফর ঘিরে তৈরি হয়েছে নানান ধোঁয়াশা। কয়েক দফার বৈঠক শেষেও এখন পর্যন্ত পাকিস্তান সফর নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকারের পক্ষ থেকে পাকিস্তানে টেস্ট খেলার অনুমতি মেলেনি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ সরকারের নিরাপত্তা সংস্থা থেকে দীর্ঘ সফরের ছাড়পত্র পায়নি বিসিবি।

তবে টেস্টের পরিবর্তে তিন ম্যাচ টেস্ট খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। আর সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি নির্দেশনা এসেছে পাকিস্তান সফর যতটা সম্ভব ছোট করে আনতে হবে। আর এখন টি-টোয়েন্টি সিরিজ খেলে পরবর্তীতে টেস্ট খেলতে যাওয়ার পরামর্শ এসেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

এফটিপি অনুযায়ী পাকিস্তান সফরে বাংলাদেশ দলের দু'টি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিলো। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখনো পিসিবিকে লিখিত কোনো প্রস্তাব দেয়নি তবে মৌখিকভাবে তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এমন প্রস্তাবের প্রেক্ষিতে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

বাংলাদেশ ক্রিকেটের এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন বছরের প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। আর এই সভা থেকেই এসব তথ্য জানানো হয়।

বছরের প্রথম সভায় সবকিছু ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো পাকিস্তান সিরিজ। কেননা বিষয়টি এখন আর শুধুই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নেই, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল বাস্তবায়নে গোটা ক্রিকেট বিশ্বেরই আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বলা বাহুল্যই হবে যে, সিরিজটিকে সফলভাবে মাঠে গড়ানো নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড সব রকমের ব্যবস্থায় নিয়েছে। সফরকারী দলের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োগ দিচ্ছে প্রেসিডেন্টশিয়াল নিরাপত্তা রক্ষীদের। এখন শুধু বিসিবি হ্যাঁ বললেই হলো।

পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছিলো আপাতত তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলে ছেলেরা দেশে ফিরুক। দুই ম্যাচ সিরিজের টেস্ট পরে নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলবে। পক্ষান্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইছিলো টি-টোয়েন্টির সঙ্গে দুই ম্যাচ সিরিজের টেস্টও তাদের মাটিতেই হোক। কিন্তু হঠাৎ করেই ভোল পাল্টেছে পিসিবি বলছে যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ সেহেতু আগে টেস্ট সিরিজটি হোক। টি-টোয়েন্টি সিরিজ না হয় পরে খেলা যাবে।

পাকিস্তানের এমন প্রস্তাবে বাংলাদেশ দল ফিরতি প্রস্তাব দিয়েছিল একটি টেস্ট পাকিস্তানে আর একটি টেস্ট খেলবে বাংলাদেশে। তবে সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলো পিসিবি। শেষ পর্যন্ত একটি টেস্ট আর একটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব পাঠিয়েছে বিসিবি। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতামতের অপেক্ষা।

বরগুনার আলো