• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রশ্নপত্র ফাঁস মুক্ত এইচএসসি পরীক্ষা সম্পন্ন হওয়ার পথে

বরগুনার আলো

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯  

চলতি বছরের পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো প্রকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ছাড়াই শেষ হয়েছে বেশকিছু বিষয়ের পরীক্ষা। এছাড়া ২০১৯ সালের শুরুতে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পর এবার এইচএসসিতেও প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পথে। আগামী ১২ মে শেষ হবে এইচএসসি পরীক্ষা- ২০১৯।

প্রশ্নপত্র ফাঁস মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়তে বরাবরই তৎপর ছিলো সরকার। তা নতুন মাত্রায় শুরু হয় নতুন বছরে শুরুতে। ২০১৯ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের মতো অপতৎপরতা রুখে দিতে কঠোর অবস্থান নেয় সরকার। যার ফলে বছরের শুরুতে এসএসসি পরীক্ষায় কোন প্রকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। আর সেই সফলতার ধারা ধরে রাখা হয়েছে এইচএসসি পরীক্ষাতেও।

শিক্ষাবিদরা বলছেন, সরকারের এই প্রচেষ্টা ধরে রাখতে পারলেই অশিক্ষা ও দুর্নীতির হাত থেকে মুক্তি পাবে জাতি। কেননা, ফাঁসকৃত প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থী নামমাত্র পাস করলেও তা মূলত অশিক্ষারই নামান্তর।

প্রশ্ন ফাঁস সংক্রান্ত অপতৎপরতায় সরকার কঠোর হয় ২০১৮ সালের শুরুতে। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো গুজব ও অপতৎপরতা রোধে কঠোর অবস্থান নেয় বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ছাড়াই সফলভাবে শেষ হয় গত বছরের পাবলিক পরীক্ষাগুলো। সেই ধারাবাহিকতায় চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষাকে প্রশ্ন ফাঁস মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সরকার। প্রশ্ন ফাঁসকারীদের গ্রেফতার করতে বিশেষ অভিযানও পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণেই পাবলিক পরীক্ষাগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ প্রসঙ্গে আরেক শিক্ষাবিদ বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রশ্নপত্র ফাঁস নামক সামাজিক ব্যাধি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। ফলে রক্ষা পেয়েছে শিক্ষা খাত। তবে সমাজ থেকে প্রশ্নপত্র ফাঁস, নকলের মতো সামাজিক ব্যাধিসমূহ পুরোপুরি নির্মূল করতে হলে সরকারের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁস রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, সেগুলো অব্যাহত রাখলে আর কেউ এমন অপতৎপরতায় জড়াতে সাহস পাবে না। সরকারের আন্তরিকতায় প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব হয়েছে। ফলে অশিক্ষার হাত থেকে অচিরেই মুক্তি পাবে জাতি।

বরগুনার আলো