• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

বগুড়ার মিলল দুটি হিমালয়া গৃধিনী শকুন

বরগুনার আলো

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে হিমালয়া গৃধিনী জাতের একটি শকুন উদ্ধার হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার অনন্তবালা গ্রাম থেকে শকুনটি উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন ‘তীর’।

এ ছাড়া মঙ্গলবার একই উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আরো একটি শকুন উদ্ধারের প্রক্রিয়া চলছে। এটিও হিমালয়া গৃধিনী জাতের বলে জানা গেছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ‘তীর’ সংগঠনের সভাপতি আরাফাত রহমান। তিনি জানান, বাংলাদেশ বন বিভাগ ও আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইসিইউএন) সহযোগিতায় তীরের সদস্যরা শকুন উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছে।

জানা যায়, দেশে একমাত্র শকুন সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র রয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়া ফরেস্টে। উদ্ধার হওয়ার পর শকুন দুটি ওই পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

সংগঠন সূত্রে জানা যায়, সোমবার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামে শকুনটিকে দেখতে পেয়ে রবিউল নামে এক শিক্ষার্থী স্থানীয় সাংবাদিক উৎপল কুমারকে জানান।  উৎপল ঘটনাটি ‘তীর’ সংগঠনকে জানালে সন্ধ্যার আগে দিয়ে শকুনটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হিমালয়া গ্রিফন বা গৃধীনী জাতের এই শকুনটির ওজন প্রায় ১৫ কেজি।

সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাব্বির আহম্মেদ শাকিল জানান, মঙ্গলবার শিবগঞ্জের পৌর এলাকায় আরো একটি শকুনের খবর পাওয়া যায়। সেটি উদ্ধারে আমরা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থান করছি। উদ্ধার হলে দু থেকে তিন দিন তাদের পর্যবেক্ষণে রেখে সিংড়া শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে।

হঠাৎ করে দেশে হিমালয়া গ্রিফন জাতের শকুন পাওয়ার বিষয়ে জানতে চাইলে ‘তীর’ এর সভাপতি আরাফাত রহমান বলেন, শীতের সময় এসব শকুনের পাল খাদ্যের সন্ধানে ভারত, নেপাল থেকে উড়ে এ দেশে আসে। দীর্ঘদিন আকাশে উড়ে খাদ্যাভাবে তাদের মধ্যে অনেকে দুর্বল হয়ে পড়ে। তখন তারা মাটিতে নেমে আসে বা পড়ে যায়। এগুলোর কিছু শকুন আমরা খুঁজে পাই। তাদের খাবার ও অন্যান্য পরিচর্যা করে সুস্থ করে তোলা হয়।

বরগুনার আলো