• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈশ্বিকভাবে অর্থপাচার মোকাবিলা করতে হবে : অর্থমন্ত্রী

বরগুনার আলো

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থপাচার একটি বৈশ্বিক সমস্যা। তাই সব দেশ মিলে এ সমস্যা মোকাবিলা করতে হবে। রোববার (১৭ নভেম্বর) হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘অর্থপাচার রোধে জাতীয় কৌশল প্রণয়ন এবং সন্ত্রাসে অর্থায়ন রোধ ২০১৯-২০২১’ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ সেমিনারের আয়োজন করে।

দেশ থেকে অর্থপাচার, দুর্নীতি ও সন্ত্রাস দূর করার প্রতিশ্রুতি দিয়ে অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি ও সন্ত্রাস হলো দেশের শত্রু। অর্থপাচার বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। ইতিমধ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে শুধু একা বাংলাদেশের নয়, মানবকল্যাণের জন্য সারা বিশ্বকে এক হতে হবে।

তিনি বলেন, এ ধরনের হুমকি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে টিকে থাকতে দেয়া যায় না। অর্থপাচার জলবায়ু সংকটের মতো ভয়াবহ যা একটি দেশের পক্ষে মোকাবিলা সম্ভব নয়। অর্থপাচার সারা পৃথিবীর জন্য এক বিরাট সংকট। এটি অর্থনীতির যেমন ক্ষতি করে তেমনি দেশের মানুষকেও ধ্বংস করে দেয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, অর্থপাচারের মত বৈশ্বিক সমস্যার সমাধান বিশ্বের সব দেশ মিলে করতে হবে।

তিনি বলেন, দুর্নীতি শুরু হয় অর্থপাচারের মাধ্যমে। বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর পাশাপাশি অর্থপাচারেও একই মনোভাব দেখিয়ে যাচ্ছে। বিশ্ব ও আঞ্চলিক বিভিন্ন সংস্থার সঙ্গে বাংলাদেশ অর্থপাচার রোধে কাজ করে যাচ্ছে। এ কাজে আরও আন্তর্জাতিক সহায়তা দরকার বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, অর্থপাচার সংক্রান্ত অপরাধে দুদকের করা মামলায় সাজা দেয়া হচ্ছে। শুধু সন্ত্রাসে অর্থায়ন হয় না, বরং দেশের পুঁজি অন্য জায়গায় স্থানান্তর হচ্ছে, যা দেশের অর্থনৈতিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ বিষয়ে তদন্ত এবং বিচার প্রক্রিয়া পরস্পর সম্পৃক্ত।

বাংলাদেশে অর্থপাচার সংক্রান্ত অপরাধ প্রতিরোধে তদন্তকারী কর্মকর্তা, আইনজীবী এবং সংশ্লিষ্ট বিচারকদের প্রশিক্ষণে সহায়তার আহ্বান জানান দুদক চেয়ারম্যান।

বরগুনার আলো