• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনীতি আর টানে না, ধ্যানে-জ্ঞানে বিদেশযাত্রায় বিভোর বেগম জিয়া!

বরগুনার আলো

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

দুর্নীতি মামলায় কারাভোগ করতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শর্তসাপেক্ষে মুক্তিলাভের পর এখন দিন পার করছেন রাজধানীর গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য়। সব রকমের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখেছেন বেগম জিয়া। অবশ্য জানা গেছে, বেগম জিয়ার এমন নীরবতায় নাখোশ দলটির একটি অংশ। তারা বলছেন, নিজের স্বার্থসিদ্ধির জন্য নিশ্চুপ রয়েছেন তিনি। এতে তার আপোষহীন নীতি প্রশ্নবিদ্ধ হয়েছে। দলের চেয়ে নিজকে বেশি গুরুত্ব দেয়ায় বিএনপি আজ দিশেহারা। নীরব থাকার চেয়ে বৃহত্তর স্বার্থে বেগম জিয়াকে দলীয় পদ ছেড়ে দেয়ার পক্ষেও মতামত দিয়েছেন তারা।

বিএনপি ঘনিষ্ঠ একাধিক গোপন সূত্র বলছে, সরকারের বেঁধে দেয়া শর্ত মেনে নিয়ে নিজের আপোষহীন ইমেজ ধ্বংস করেছেন বেগম জিয়া। তার এমন নমনীয়তা ও নীরবতায় বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। দলকে কেউ সঠিক নির্দেশনা দিতে পারছে না। বিএনপি নেত্রী দলের চেয়ে নিজের নিরাপত্তা ও আরাম-আয়েশকে বেশি প্রাধান্য দিচ্ছেন। যার কারণে দলীয় নেতা-কর্মীদের সাথে সাক্ষাত করেন না, তাদের সাথে কথাও বলতে চান না। এতদিন দলের কথা বললেও মূলত বেগম জিয়া নিজকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। বিএনপির রাজনীতিতে ব্যক্তি স্বার্থ বেশি প্রাধান্য পায়। বেগম জিয়ার মতো তারেক রহমানও দলের চেয়ে নিজের ব্যাপারে বেশি সচেতন। দলকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেন বলেও তৃণমূল নেতাদের ক্ষোভ। দলের এমন দুরবস্থায় বেগম জিয়ার অন্তত গোপন ম্যাসেজ দেয়া উচিত বলেও মনে করেন তৃণমূল নেতা-কর্মীরা। তবে সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। কারণ বিএনপির একাধিক সিনিয়র নেতার বিরুদ্ধে তথ্য-পাচারেরও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে বেগম জিয়া ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, রাজনীতি নয় আপাতত নিজের স্বাস্থ্য নিয়ে বেশি ভাবছেন বেগম জিয়া। যে রাজনীতির জন্য তিনি জেল খেটেছেন, সেই রাজনীতি বেগম জিয়াকে আর টানে না। বিএনপির রাজনীতি নিয়ে চরম হতাশ তিনি। বিএনপির রাজনীতি ক্রেজ হারিয়েছে। রাজনীতি বাদ দিয়ে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেয়াই এখন বেগম জিয়ার মূল টার্গেট। বিদেশ বলতে স্রেফ লন্ডনকে বুঝাতে চেয়েছেন বেগম জিয়া।

বরগুনার আলো