• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিল্পীর ছোঁয়ায় প্রধানমন্ত্রী

বরগুনার আলো

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯  

ছোটবেলা থেকে বিভিন্ন শৈল্পিক কাজের সঙ্গে জড়িয়ে জীবন পার করছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া মধ্য বয়সী সুভাষ দাস। 

ছবি ও লেখা আর্ট, ভাস্কর্য শিল্প, জনসচেতনতা সৃষ্টির জন্য সমাজের সমস্যা সম্বলিত জীবনটিকা লিখে প্রচার,নিজের লেখা গানে কণ্ঠ দিয়ে বের করেছেন বেশ কয়েকটি এ্যালবাম।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহৎ ভাস্কর্য তৈরি, তাদের ছবি অঙ্কন ছাড়াও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নিজের লেখা গান গেয়ে ব্যাপক আলোচিত হয়েছেন। 

খুলনা বেতারের আধুনিক গানের এ শিল্পী সুভাষ দাস মৃত্যুর আগ পর্যন্ত তার এ শিল্পকর্ম ধরে রাখতে চান। শিল্পী সুভাষ দাস ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের মুত সন্তোষ দাসের ছেলে।    

সুভাষ দাস বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে নিজের লেখা ‘মানবতার মা’ গান দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের পর সারাদেশে সাড়া ফেলেছেন। ৩০ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা মিলনায়তনে আড়ম্বরের সঙ্গে তার এ গানের সিডির মোড়ক উন্মোচন করেন ঝিনাইদহ ডিসি সরোজ কুমার নাথ। 

এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর ৩১ ফুট দীর্ঘ আর ২৩ ফুট প্রশস্থ সাইজের ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ ফুট দীর্ঘ ছবি হাতে অঙ্কন করেছেন। 

সরেজমিনে শুক্রবার সকালে শিল্পী সুভাষের বাড়ি গেলে দেখা যায়, তিনটি কক্ষের একটি বসতবাড়ি। বাড়ির ভেতরে যাওয়ার সময় দেখা যায় গেটের বাইরে ও ভেতরের প্রতিটি কক্ষের দেয়ালে অঙ্কন করা হয়েছে নানা প্রাকৃতিক সৌন্দর্য্যের আল্পনা। শুক্রবার ছুটির দিন তাই একটি কক্ষে সোনামণিদের অঙ্কন শেখাচ্ছেন শিল্পী সুভাষ দাস। 

তিনি বলেন, তার বাবা কাকারাও শিল্পী মনা মানুষ ছিলেন। বাবা অন্যের দর্জির দোকানে কাটিং মাষ্টারের কাজ করতেন। তিনি ছিলেন কীর্তন গানের একজন নামকরা শিল্পী। মুক্তিযুদ্ধের সময় পরিবারে সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যান। দেশপ্রেম ছিল তাই শরণার্থী ক্যাম্পে রান্নার কাজ করতেন তার বাবা। স্বাধীন হওয়ার পরে দেশে ফিরে আসেন তার পরিবার। সে সময়ে সংসারের অভাব প্রকট আকার ধারণ করে। এর ভেতর দিয়ে তিনি ছাড়াও আরো ছোট দুই ভাই স্বপন দাস ও সমীর দাস, তিনবোন বেড়ে ওঠেন। 

গুণী শিল্পী সুভাষ আরো বলেন,অনেকগুলো ভাই বোনের মধ্যে কষ্টে তারা মানুষ হয়েছেন। বাবার সংসার অভাবের কাছাকাছি থাকায় এইচএসসি পাশের পর আর লেখাপড়া করতে পারেননি। 

তিনি বলেন, ছোটবেলা থেকেই আর্টের কাজ ভালোবাসতেন। যখন মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করতেন তখন কালীগঞ্জ শহরে আনোয়ার হোসেন বাবু নামের একজন আর্টের কাজ করতেন। তার দোকানে প্রতিদিন বিকেলে গিয়ে লেখা আর ছবি অঙ্কন দেখতেন। এক পর্যায়ে শিষ্য বনে যান তার। কিছুদিন পর তার গুরু বাবু যশোর চলে যান। সেখানেও তিনি আর্টের কাজ করতেন। 

 

 

সুভাষ দাস নিজেও প্রতিদিন বিকেলে যশোরে গিয়ে কাজ শিখে রাতে বাসায় ফিরতেন। এভাবে দুই বছর চলার পর কালীগঞ্জ শহরে শিল্পী আর্ট নামে একটি প্রতিষ্ঠান খুলে লেখালেখির পাশাপাশির ছবি অঙ্কন শুরু করেন। যেটা এখনও চলমান। এখান থেকে যে পয়সা আসে তা দিয়ে চলে তার সংসার। এছাড়াও প্রতি শুক্রবার তিনি কালীগঞ্জের শিশুদের ছবি অঙ্কনের প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি তিনি সখের বশবতী হয়ে বিভিন্ন ব্যক্তির ভাস্কর্য তৈরি করেন। 

অবসর সময়ে নিজে গান লিখেন। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক গান লিখে ভারতের বিখ্যাত সুরকার ওস্তাদ গোলক বিশ্বাস, রামকৃষ্ণ পাল ও ভারতের প্রখ্যাত সুরাকার ওস্তাদ মৃনাল বন্দ্যোপাধ্যয়ের সহযোগীতায় মন পেলাম না, পড়শী, শ্রাবনের কান্না, শ্যামলা কালো মেয়ে, সর্বশেষ মানবতার মা তার নিজের গাওয়া গানের সিডির এ্যালবাম বের করেছেন। 

সুভাষ দাসের একমাত্র ছেলে সৈকত দাস বলেন, তার বাবা আর্টের যাবতীয় কাজ করেন। এছাড়াও নিজ বাড়িতে একটি আর্ট স্কুল পরিচালনা করেন। শিশুদের চিত্রাঙ্কন শেখান। অনেক গরিব মেধাবীদের ফ্রি আর্ট শেখান। বাবার স্বপ্ন, দেশের সব গুণীজনদের ছবি একে একদিন ছবির উৎসব করবেন বলে যোগ করেন সৈকত। 

কালীগঞ্জ উপজেলা ইউএনও সুবর্ণা রানী সাহা বলেন, সুভাষ দাস শিল্পীমনা একজন মানুষ। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চারটি এবং শেখ হাসিনার উন্নয়ন নিয়ে দুটি গান লিখে নিজের কন্ঠে গেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। যা প্রচারিত হয়েছে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে। শিল্পী সুভাষ একজন গুণী মানুষ।  

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, সুভাষ দাস কালীগঞ্জের সন্তান। তিনি কালীগঞ্জের গর্ব, দীর্ঘদিন ধরে তিনি ছবি আঁকা পেশায় আছেন। ছোটবেলা থেকে দেখছি তিনি নানা ধরনের শৈল্পিক কাজের সঙ্গে জড়িত। কালীগঞ্জের শিশু কিশোরদেরকে আর্টের কাজের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছেন। কখনই তিনি অর্থের দিকে নজর দেন না। 

এ ব্যাপারে ঝিনাইদহ ডিসি সরোজ কুমার নাথ বলেন, সম্প্রতি তিনি সুভাষ দাসের নিজের লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গাওয়া গান‘মুজিব’ও ‘মানবতার মা’গানের সিডির মোড়ক উন্মোচন করেছেন। একজন মানুষ একাধারে আর্টের যাবতীয় কাজ, ভাস্কর্যের কাজ, নিজের লেখা গানে কণ্ঠ দিয়ে এ্যালবাম বের করছেন আবার শিশুদের চিত্রাঙ্কন শেখাচ্ছেন এটা একজন মানুষের পক্ষে অসম্ভাব্য ব্যাপার। 

তিনি বলেন, শিল্পী সুভাষের লেখা গানে যেভাবে বাস্তব অবস্থা তুলে ধরেছেন। তার এ শিল্পকর্মের জন্য অবশ্যই বলতে হবে তিনি একজন মেধাবী ও গুণী মানুষ। তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

বরগুনার আলো