• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫ বছর নিঃস্বার্থ সমর্থনের জন্য ধন্যবাদ : মুশফিক

বরগুনার আলো

প্রকাশিত: ২৭ মে ২০২০  

বাংলাদেশের ৪১তম টেস্ট ক্যাপ নিয়ে মুশফিকুর রহিমের পথ চলা শুরু। সময়টা ছিল ২০০৫ সালের ২৬ মে। যখন যাত্রা শুরু করেছিলেন তখন আবীরমাখা মুখে কৈশরের ছাপ। বয়স তখন সতের ছুঁই ছুঁই।

মুশফিক এখন ৩২ পেরিয়ে। ক্রিকেটের অলিগলি পেরিয়ে তিনি এখন হাইওয়েতে। বেড়েছে বয়স, বেড়েছে অভিজ্ঞতা। ২২ গজে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে কাটিয়ে দিয়েছেন ১৫ বছর। ধুমকেতু হয়ে এসেছিলেন। সময়ের পরিক্রমায় হয়েছেন ধ্রুবতারা। সেই উজ্জ্বল আলোয় এখন উদ্ভাসিত বাংলাদেশ ক্রিকেট।

২২ গজে তাঁর পদচারণা মানেই রানের ফোয়ারা। দুঃসময়ে তাঁর ব্যাট যেন তরবারি। প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়ার অসম্ভব ক্ষমতা ছোট্ট পকেট ডায়নামোর। নিজের যোগ্যতা ও প্রতিভার প্রমাণস্বরূপ খ্যাতি যেমন পেয়েছেন, ঠিক তেমনি একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেও দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

পাশাপাশি তৈরি করেছেন নিজের ভক্ত। হয়েছেন তারুণের আইকন। যেখানেই গিয়েছেন সেখানেই নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন। ভক্তদের দোয়া ও সমর্থনই তাকে আজকের মুশফিকুর রহিমের বানিয়েছে বলে বিশ্বাস করেন। সেজন্য আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ যাত্রায় যাদের পাশে পেয়েছেন তাদের ধন্যবাদ জানালেন।

মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে মুশফিক বলেন, ‘১৫ বছর আগে আজকের দিনেই বাংলাদেশের হয়ে লর্ডস মাঠে প্রথম খেলতে নেমেছিলাম। দেখতে দেখতে ১৫ বছর কেটে গেল। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি যতটুকুই হয়েছি, এজন্য আপনাদের প্রাণ থেকে, অন্তর থেকে ধন্যবাদ জানাই।’

মুশফিক আরও বলেন, ‘এ সফর সহজ ছিল না আপনারা সবাই জানেন। এটাই স্বাভাবিক। এ সফরে আমার সাথে যারা ছিলেন, যারা সাপোর্ট করেছেন, নিঃস্বার্থভাবে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পরিবারের সদস্য, শিক্ষক, সকল কোচদের, আমার টিমমেট, মিডিয়া, বিসিবিকে অনেক ধন্যবাদ...যারা আমার উপর আস্থা রেখেছেন।’

‘সমর্থকদের ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আগে যেমন ছিল, এখন যেভাবে আছে, আশা করছি সামনেও অব্যাহত থাকবে।’

‘বাংলাদেশ ক্রিকেট আগে যেরকম ছিল, সামনে যেন আরও উন্নত হতে পারে এ জন্য অবশ্যই দোয়া করবেন। শেষ ১৫ বছর আপনাদের যতটুকু দিতে পেরেছি সামনে যেন আরও ভালো কিছু ইনিংস আপনাদের উপহার দিতে পারি এবং বাংলাদেশকে আরও বিশ্ব দরবারে সম্মানিত করতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য।’

মুশফিকের ক্যারিয়ারের পরিসংখ্যানটা বাংলাদেশের হিসেবে এক কথায় তাক লাগানো।  টেস্টে ৭০ ম্যাচে ১৩০ ইনিংসে ৪৪১৩ রান করেছেন। ওয়ানডেতে ২১৮ ম্যাচে রান ৬১৭৪। টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচে করেছেন ১২৮২ রান।  তিন ফরম্যাট মিলিয়ে মোট ১১,৮৬৯ রান নিয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। ১৪ সেঞ্চুরি ও ৬৪ হাফ সেঞ্চুরিতে মুশফিক ভাস্বর নিজের আঙিনায়।

বরগুনার আলো